এবারের দুর্গাপুজোয় নানা ঘটনার ঘনঘটা

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

এবারের দুর্গাপুজোয় নানা ঘটনার ঘনঘটা...উৎসব হচ্ছে.. এদিকে অনশন চলছে অবিরত… প্রতিবাদ হচ্ছে নানা ভাবে…

বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনায় বিজয়া দশমীর ভাষণে সরব হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

শেখ হাসিনা দেশত্যাগ করার পরই বাংলাদেশে কিছু মানুষের মধ্যে পাকিস্তান প্রেম জাগ্রত হয়েছে। তারা বলছে, পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে হিন্দুস্থানকে চাপে রাখা যাবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে, হাসিনা দেশত্যাগ করার পর পরবর্তী সতেরো দিনে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর হামলার ২০১০টি ঘটনা ঘটেছে। ২০ অগাস্টের পরও হামলার একাধিক ঘটনা ঘটে।

বাংলাদেশে গত কয়েক বছরের ট্র্যাডিশন মেনে এবারেও দুর্গাপুজোর মুখে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির ও মণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে জামায়াত ইসলামী-সহ মৌলবাদী দলগুলির মদতপুষ্ঠ সন্ত্রাসীরা। ফরিদপুর, রাজবাড়ি, পাবনা, বরিশাল-সহ একাধিক জেলায় প্রতিমা ভাঙচুরের খবর মিলেছে। অধিকাংশ জায়গাতেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েও তেমন কোনও লাভ হয়নি। বরং হুমকি ও অত্যাচারের মাত্রা বেড়েছে।


উত্তর ২৪ পরগনার বারাসতের একটি পুজোতে আরজি করের নির্যাতিতাকে যেন কোলে নিয়ে মা দুর্গা রয়েছেন। রামায়ণ ও মহাভারতের দ্রৌপদীর বস্ত্র হরণ ও সীতার অগ্নিপরীক্ষার চিত্র ফুটে উঠেছে সাজে। সেই সঙ্গে মা দুর্গার মূর্তির উপরের অংশে বড় বড় অক্ষরে লেখা, 'আর কবে কন্ঠ শক্তি পাবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে শির উঠে দাঁড়াবে'।

অনুপম ধর পেশায় একজন চিকিৎসক হলেও তাঁর নিপুণ হাতের অপরূপ শিল্পকলা বরাবরই নজর কাড়ে। এবছর নিজের বাড়ির দুর্গা প্রতিমায় যেন এক প্রতিবাদের ভাষা বুনেছিলেন ডাক্তারবাবু। শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে এবারও উত্তর ২৪ পরগনার বারাসতের নবপল্লিতে ধরবাড়িতে দুর্গাপুজোর আয়োজন হয়েছিল।

এবার পুজোতে পশ্চিমবঙ্গ সহ অন্য জায়গাতেও হামলা হয়! 

খাস কলকাতায় পুজো মণ্ডপে 'হামলা'। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায়। ঘটনাটি ঘটেছে গার্ডেন রিচের নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলে। ইতিমধ্যেই পুজো কমিটির পক্ষ থেকে গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, দুর্গাপুজোর সময় পুজো প্যান্ডেলে গান বাজানোয় একটি সম্প্রদায়ের কিছু যুবক আপত্তি জানায়।

পুজো কমিটির সদস্যদের সঙ্গে ওই সম্প্রদায়ের যুবকদের কথা কাটাকাটিও চলে বেশ কিছুক্ষণ। অভিযোগ, পুজো বন্ধ না করলে মণ্ডপ ও মূর্তি ভাঙচুরের হুমকি দেওয়া হয়।


এদিকে ফালাকাটা শহরে দুর্গাপুজো মণ্ডপে শাঁখ, লাউড স্পিকার, ঢাক বাজাতে নিষেধ করে হুমকি দেওয়ার অভিযোগ। নিষেধ না মানলে মূর্তি ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনা ফালাকাটা শহরের মিশন গেট এলাকার কিশোর সংঘ আয়োজিত পুজো মণ্ডপের। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। শুক্রবার ঘটনার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শারদোৎসবের মধ্যেই অশান্তি ছড়াল অন্য রাজ্যে। ঘটনাস্থল দক্ষিণ ভারতের হায়দরাবাদ। অভিযোগ, স্থানীয় একটি পুজো মণ্ডপে দেবী দুর্গার প্রতিমার একাংশ ভেঙে দেওয়া হয়। কে বা কারা এই অপকর্ম ঘটিয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে, শুক্রবার সকাল হতেই বিষয়টি সকলের নজরে আসে। এরপরই এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

সহকারী পুলিশ কমিশনার এ চন্দ্রশেখর জানিয়েছেন, দুর্গা প্রতিমার একটি হাত ভেঙে দেওয়া হয়েছে। খুব সম্ভবত, শুক্রবার ভোর রাতে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে।

চন্দ্রশেখর আরও বলেন, 'আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। ওই এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অনভিপ্রেত ঘটনার পরও পুজোয় বিরাম দেওয়া হয়নি। ঘটনা সামনে আসার পরই উদ্যোক্তাদের উদ্যোগে দ্রুত মূর্তির ভাঙা অংশটি সারিয়ে ফেলা হয় এবং নিয়ম অনুসারে পুজো চলতে থাকে।

ইতিমধ্যেই বেগম বাজার থানায় এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শেষ পাওয়া খবর অনুসারে, কারা এই ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ প্রশাসন। তবে, তদন্তের গতি বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই হামলাকারীদের চিহ্নিত করে, তাদের পাকড়াও করা সম্ভব হবে। পুলিশের তরফে এই ঘটনায় আইনানুগভাবে কঠোর পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।


কলকাতার আরজি কররে সঙ্গে মহাভারতের তুলনা টেনে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলেন, ''মনে রাখতে হবে, দ্রৌপদীর পোশাকে কেউ স্পর্শ করলে মহাভারত ঘটে যায়। আরজি করে এমন জঘন্য অপরাধের পরেও অপরাধীদের আড়াল করার জন্য কিছু লোক ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে।'' নাগপুরের সভায় দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরসঙ্ঘচালক ভাগবত। তাঁর মতে, সামগ্রিক ভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটছে।

এদিন সন্ধ্যায় বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে সঙ্গে নিয়ে আচমকাই ঢাকার বিখ্যাত রমনা কালী মন্দিরে উপস্থিত হন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মন্দিরে উপস্থিত হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, 'শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বসবাস করে আসছি। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পুজো উদযাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে সব জায়গায় আমাদের সেনা সদস্যরা মোতায়েন আছেন। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।'

এদিকে অনশন চলছে অবিরত… প্রতিবাদ হচ্ছে নানা ভাবে…

ত্রিধারা সম্মিলনীর মণ্ডপের কাছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলায় গ্রেফতার ৯ জনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ধৃত ৯ জনের জামিনের আবেদনের শুনানির জন্য পুজোর ছুটির মধ্যে বসে কলকাতা হাইকোর্টের বিশেষ অবকাশকালীন বেঞ্চ। শুক্রবার বিশেষ বেঞ্চে মামলাটি উঠলে ধৃত ৯ জনকে জামিন দেন। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News