Flash news
  1. দামোদর নদের চর থেকে উদ্ধার হল প্রাচীন সূর্য মূর্তি
  2. ভারতীয় সেনা দিবস: বীর সৈনিকদের শ্রদ্ধা এবং ৭৭তম বর্ষপূর্তির গুরুত্বপূর্ণ অনুষ্ঠান
  3. আরএল স্যালাইন সহ ওই সংস্থার ১৪টি ওসুধ নিষিদ্ধ করল স্বাস্থ্য দফতর
  4. গুগল ম্যাপস: আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ
  5. স্টিভ জোব্‌‌সের স্ত্রী কুম্ভমেলায় এসে অসুস্থ হয়ে পড়েছেন
  6. পারফরম্যান্স ভিত্তিক বেতন ব্যবস্থার পথে বিসিসিআই, ক্রিকেটারদের জন্য আসছে কড়া নিয়ম
  7. প্যারিস অলিম্পিক ২০২৪: ত্রুটিপূর্ণ পদক বদলানো হবে, আইওসির বড় ঘোষণা
  8. বিবেকানন্দ সেতু সংস্কার কাজের জন্য বাতিল বেশ কয়েকটি ট্রেন
  9. মহাকুম্ভ মেলা ২০২৫: ১৪৪ বছর পর ঐতিহাসিক আয়োজনে প্রস্তুত প্রয়াগরাজ, যাবেন কিভাবে? থাকবেন কোথায়?
  10. ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ: টিকিট বিক্রি ও সরাসরি সম্প্রচারের বিস্তারিত জেনে আসি
  11. প্রবল তুষারপাতেও সোনমার্গ-লাদাখ সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন Z Morh টানেল
  12. মকর সংক্রান্তি ভারতের বৈচিত্রের মধ্যে এক পার্বণ
Thursday, January 16, 2025

পুরনো দ্বন্দ্ব ভুলে কোচ গম্ভীরের সঙ্গে কাজে অসুবিধা নেইঃ বিরাট কোহলি

banner

#Pravati Sangbad Digital Desk:

পুরনো দ্বন্দ্ব ভুলে কোচ গম্ভীরের সঙ্গে কাজে অসুবিধা নেইঃ বিরাট কোহলি

বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। আইপিএলের ময়দানে একাধিকবার কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন দুজনে। তবে এবার পুরনো দ্বন্দ্ব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান দুই তারকা। ভারতীয় দলের ড্রেসিংরুমে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা কাজ করছেন, এমন সৌহার্দ্যের ছবি তুলে ধরেছে বিসিসিআই।

ক্রিকেট মাঠে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছেন বিরাট আর গম্ভীর। দিল্লির দুই তারকার মধ্যে দীর্ঘদিনের দূরত্ব ছিল। যদিও চলতি বছরের আইপিএলে ফের ‘বন্ধুত্ব’-এর সূত্রপাত দেখা যায় দুজনের মধ্যে।

বিশ্বজয়ের পর ভারতীয় ক্রিকেটে একাধিক রদবদল এসেছে। 


ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে এখন গৌতম গম্ভীরের নির্দেশনায় খেলতে দেখা যাবে কারণ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) তাকে 2024 সালের T20 বিশ্বকাপের পর ভারতের নতুন প্রধান কোচ নিযুক্ত করেছে। উভয় ক্রিকেটারই আগামীতে ভারতের স্কোয়াডের অংশ হবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ যেখানে কোহলি ওয়ানডে খেলবেন। কেকেআরের প্রাক্তন মেন্টরকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই ক্রিকেট বোর্ডে অনেক জল্পনা-কল্পনা ও প্রশ্ন রয়েছে। কোহলিকে নিয়ে প্রশ্ন উঠছিল কারণ দুজনের মধ্যে সম্পর্ক ভালো না, কিন্তু এখন অতীতের সব ভুলে নতুন করে শুরু করতে প্রস্তুত তিনি। ক্রিকবাজের মতে, কোহলি বিসিসিআইয়ের সাথে কথোপকথন করেছিলেন, যেখানে তিনি বোর্ডকে বলেছিলেন যে তিনি গম্ভীরের সাথে অতীতের সমস্ত লড়াই ভুলে এগিয়ে যেতে প্রস্তুত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত-বিরাট। অন্যদিকে কোচের দায়িত্বে এসেছেন গৌতম গম্ভীর। আগামী পাঁচবছর তিনি জাতীয় দলের দায়িত্ব সামলাবেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের পর ২০২৭-এ একদিনের বিশ্বকাপও আছে। কিন্তু গম্ভীরকে কোচ করার আগে বিরাট কোহলির মত নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। বরং যে কয়েকজন ক্রিকেটারকে বিষয়টি জানানো হয়েছিল, তাঁদের মধ্যে আছেন হার্দিক পাণ্ডিয়া।


বুধবার পুরোদমে অনুশীলনে নেমে পড়েছিল গোটা ভারতীয় দল। সেখানেই খোশমেজাজে দেখা যায় বিরাট-গম্ভীরকে। হাসিতে ফেটে পড়া থেকে কড়া অনুশীলন- নানা মুডে এদিন ধরা পড়েন এককালের 'শত্রু'রা। গম্ভীরের থেকে পরামর্শ নিতেও দেখা যায় বিরাটকে। এদিন অনুশীলনে দেখা যায় কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারকেও।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Related News