Flash News
    No Flash News Today..!!
Sunday, January 18, 2026

পশ্চিমবঙ্গে বিজেপি যে আজ এই জায়গায় আছে সেটা দিলীপ ঘোষের সভাপতিত্বেই হয়েছে

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুরে সভা করতে এসে দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুর কেন্দ্রের সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। তবে তাঁকে এবার বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের অনেকেই বলছিলেন শুরু করেছিলেন, মেদিনীপুরে টিকিট না দিয়ে দিলীপকে কোনঠাসা করার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু সেই সম্পর্কে দলের অবস্থান কার্যত পরিষ্কার করে দিলেন অমিত শাহ। 

দুর্গাপুরের সভা থেকে অমিত শাহ তাঁর বক্তব্য থেকে পরিষ্কার করে দেন যে, দিলীপ ঘোষ তাঁদের দলের বড় নেতা। পশ্চিমবঙ্গে বিজেপি যে আজ এই জায়গায় আছে সেটা দিলীপ ঘোষের সভাপতিত্বেই হয়েছে। এমনটাও উল্লেখ করেন অমিত শাহ। তাঁর কথায়, 'এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। বাংলায় ভারতীয় জনতা পার্টি  বেড়েছে, সেই সময় সভাপতি ছিলেন দিলীপদা। তিনি আমাদের বড় নেতা। দিলীপ ঘোষকে ভোট দেওয়া মানে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া।'  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নির্বাচন রাজনৈতিক রাজ্য
Related News