বৃষ্টির দেখা মিলবে কবে ??

banner

#Pravati Sangbad Digital Desk:

রোদের পারদ চড়ছে উচুঁ তে ।একের পর এক গরমের সব রেকর্ড ভেঙ্গে বাড়ছে তাপমাত্রা ।গরমে হাসফাঁস করছে সারা বাংলা ।বাড়ির থেকে বের হওয়ায় দায় হয়ে উঠেছে ।এই বছরের এপ্রিল মাস এর দৃশ্য টা অনেক টা এরকম ই।

চলতি বছরের শীতের বিদায় হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসে ।মার্চ মাস পড়ার সাথে সাথে অল্প গরম অনুভূত হলে ও সহ্য সীমার মধ্যেই ছিল তাপমাত্রা ।অল্প গরমের সাথে প্রায় প্রতিদিন ই যোগ ছিল বৃষ্টি।তাই মার্চ মাস স্বস্তি তেই কাটিয়েছে বঙ্গবাসী ।

তবে এপ্রিল মাস পড়ার সাথে সাথেই ছবি টা হয়ে গেছে একেবারে অন্যরকম ।এপ্রিল মাসের প্রথম দিনে বৃষ্টির দেখা মিললেও বিগত দুই সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টির ছিটেফোঁটা ও নেই কোথাও । তাপপ্রবাহ এ পুড়ছে সারা বাংলা।বৃষ্টির দেখা নেই কোথাও ।উপরন্তু তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে ।কোথাও কোথাও ৪০ ও ছাড়িয়েছে তাপমাত্রা ।কোনো বছর ই এপ্রিল এ তাপমাত্রা চল্লিশ এর দোরগোড়ায় পৌঁছায় না ।গতকাল রবিবার শ্রীনিকেতন ও বাঁকুড়া এর তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।দমদমের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সল্টলেক ,মেদিনীপুর এর তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিক এর থেকে অনেক টাই বেশি ।তাপপ্রবাহ এর পরিস্থিতি ও তৈরি হয়েছে রাজ্যের অনেক জেলায় ।


তীব্র গরমে নাজেহাল আবালবৃদ্ধনিতা।কবে বৃষ্টি হবে সেই আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে বঙ্গবাসী ।বঙ্গে কবে বৃষ্টি হতে পারে সেই প্রশ্ন ই এখন মুখে মুখে ।আবহাওয়া নিয়ে কি খবর শোনালো  আলিপুর আবহাওয়া দফতর ? 

এর আগেই আলিপুর আবহাওয়া দফতর এর তরফ থেকে জানানো হয়েছিল নববর্ষের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ।নববর্ষের পর এও অতিবাহিত হয়েছে ১ টি দিন । এখনো রাজ্য তেমন ই শুষ্ক ।কবে বাংলায় বৃষ্টি হতে পারে ? সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ই নেই ।এই কদিনে জেলাগুলোর তাপমাত্রা আরো বাড়তে পারে ।বেলার দিকে লু বইতে পারে ।উত্তরের দার্জিলিং , কালিম্পং এর মত জায়গা গুলিতে তাপপ্রবাহ না হলেও রোদের পারদ চড়তে পারে ।তবে ২১ তারিখের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ও সেই মেঘ থেকে বৃষ্টি হতে পারার সম্ভাবনার কথা ও বলছে আবহাওয়া দপ্তর ।তবে এখনই স্পষ্টভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস ই দিতে পারেনি আবহাওয়া অফিস ।

প্রবল গরমে গতকাল দুপুরে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে এক সপ্তাহের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলি কেও ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ।আবহাওয়া ঠিক না হলে পরবর্তীতে এই ছুটি আরো বাড়ানো যেতে পারে ।এই সময় ডাক্তার রা পরামর্শ দিচ্ছেন খুব প্রয়োজন না হলে বেলা ১১ টা থেকে বিকেল ৪ টার মধ্যে বাড়ি থেকে না বেরণই ভালো ।অসুস্থ ব্যক্তি ,বৃদ্ধ কিংবা শিশু দের রোদে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন তারা ।। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News