Flash news
    No Flash News Today..!!
Thursday, March 28, 2024

মাত্র ১৫ বছর বয়সেই BA ফাইনাল পরীক্ষায় বসবে বিস্ময় ছাত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

যে বয়সে মাধ্যমিক দেয় ছেলে মেয়েরা সেই বয়সে বি এ ফাইনাল ইয়ারের ছাত্রী এই বিস্ময় কন্যা। মধ্যপ্রদেশের ইন্দরের বাসিন্দা ১৫ বছরের তানিশকা সুজিত। ১৫ বছর বয়সে স্নাতকের পর্ব শেষ করেছেন তিনি। ছোটবেলা থেকেই প্রখর মেধাবী এই ছাত্রী। দশম শ্রেণীতে দুর্দান্ত রেজাল্ট করেছেন ১৩ বছর বয়সে। প্রথম থেকেই অত্যন্ত মেধাবী তানিষ্কা পড়াশোনার দিক থেকে টেক্কা দিয়েছিলেন তাঁর সমবয়সীদের। দশম শ্রেণিতে দুর্দান্ত রেজাল্ট করার পরে মাত্র ১৩ বছর বয়সেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করেছিলেন তানিষ্কা সুজিত। এমতাবস্থায়, সংবাদসংস্থা PTI সূত্রে জানা গিয়েছে, তানিষ্কা ইন্দোরের দেবী আহলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে তার পরীক্ষা। এই পরীক্ষা শেষ হওয়ার পর তিনি আইন নিয়ে পড়াশোনা করতে চান। তার লক্ষ্য দেশের প্রধান বিচারপতি হওয়ার। ২০২০ সালের বাবাকে হারিয়েছেন তানিশকা। তারপরেও নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন এই মেয়েটি। এমন কি এপ্রিল মাসের প্রথম দিন তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষভাবে সম্মানিত করেছেন। ভোপালে কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্স শীর্ষক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। ১৫ মিনিট তার সঙ্গে কথা বলেছেন দেশের রাষ্ট্রপ্রধান। আমেরিকায় আইন নিয়ে পড়তে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
এই প্রসঙ্গে দেবী আহলিয়া বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সাইন্স বিভাগের প্রধান রেখা আচার্য জানিয়েছেন, প্রবেশিকা পরীক্ষায় ভালো ফলাফল করায় মাত্র ১৩ বছর বয়সেই সাইকোলজি নিয়ে BA পড়ার জন্য তানিষ্কাকে ভর্তি নেওয়া হয়। আপাতত BA ফাইনাল ইয়ারের পরীক্ষায় তিনি বসতে চলেছেন। আগামী ১৯ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তাঁর পরীক্ষা চলবে। পাশাপাশি তানিষ্কা ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করতে চান। পাশাপাশি তানিষ্কা আরও জানান, “আমার লক্ষ্য সম্পর্কে জানার পর প্রধানমন্ত্রী আমাকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেন। যাতে আমি সেখানে আইনজীবীদের কাজ দেখতে পারি। এটি আমাকে আমার লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে।” এছাড়াও, তানিষ্কা বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার কাছে স্বপ্নপূরণের মতো ছিল।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও বিস্মিত হয়েছেন এই বয়সে ওই মেয়ের এমন প্রতিভা দেখে। তিনি দেশের ছেলেমেয়েদের অনুপ্রাণিত হতে নির্দেশ দিয়েছেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News