Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

এনডিএ বনাম ইন্ডিয়া, লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

 I.N.D.I.A অর্থাৎ, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকে এই ভাবেই এক নামের নীচে এল বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল৷ এরই সঙ্গে দীর্ঘ ১৯ বছর পরে অবলুপ্ত হয় সেই নাম..ইউপিএ (ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স)৷

ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট তৈরিতে বেঙ্গালুরুতে মিলিত হয়েছিলেন মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের মতো বিজেপি বিরোধী দেশের ২৬টি বিরোধী দলের নেতৃবৃন্দ। যেখানে তাঁদের এই নতুন 'ফ্রন্ট'-এর নামকরণে কেউই দ্বিমত পোষণ করেননি বলে জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এনডিএ কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? বিজেপি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি৷ আমরা দেশভক্ত৷ আমরা আপনাদের জন্যেই এখানে এসেছি, চাষিদের জন্য, হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য, খ্রিস্টান, শিখ, দলিতদের জন্য৷’’


কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, আপাতত, ১১ সদস্যের একটি কোঅর্ডিনেশন কমিটি তৈরি করা হয়েছে৷ এরপরের বৈঠক মুম্বইয়ে হবে৷       

প্রথমে যে নাম প্রস্তাব করা হয়েছিল, তা ছিল- ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ পরে রাহুল গান্ধি ডেমোক্র্যাটিক শব্দটি বদলে ডেভলপমেন্টাল করার প্রস্তাব দেন৷ তারপরেই চূড়ান্ত হয় নাম৷

এদিন মমতা রাহুল গান্ধীকে সম্বোধন করেন, 'আমাদের প্রিয় রাহুল গান্ধী' বলে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াইটা যে শুধু বিরোধীদের নয় এদিন সে প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, 'এই লড়াই দেশের লোকের আওয়াজের লড়াই। এর জন্যই ইন্ডিয়া নামটা বেছে নেওয়া হয়েছে।'

অনেকের কাছ থেকেই নামের প্রস্তাবনা এসেছিল যেমন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির প্রস্তাব ছিল, ‘উই ফর ইন্ডিয়া’, সিপিআই এর ডি রাজা প্রস্তাব দিয়েছিলেন ‘সেভ ডেমোক্র্যাসি অ্যলায়েন্স’ বা ‘সেফ ইন্ডিয়া’৷ 

বিহারের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান মেইন ফ্রন্ট (আইএমএফ), অন্যদিকে, এমডিএমকে-র তরফে প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান পিপল অ্যালায়েন্স৷

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ রাজনৈতিক
Related News