Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

১৩৫ কিলোমিটার বেগে সন্ধেয় আছড়ে পড়বে প্রবল ঘূর্ণিঝড় 'বিপর্যয়'

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

আরব সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ''বিপর্যয়''। আজ সন্ধ্যায় গুজরাটের কচ্ছ ও পাকিস্তানের করাচির মধ্যবর্তী কোনও জায়গায় আছড়ে পড়তে পারে বিপর্যয়। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে ভারতীয় সেনা (Indian Army)। গুজরাটের ভূজ, জামনগর, গান্ধীধাম, ধারাংধারা, ভদোদরা ও গান্ধীনগরে দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। সেগুলিতে সেনার তরফে সবরকম প্রস্তুতি রাখা হচ্ছে। এর পাশাপাশি নালিয়া, দ্বারকা ও আম্রেলির মতো কিছু ফরওয়ার্ড লোকেশনেও প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।

পরিস্থিতির কথা মাথায় রেখে গুজরারাতের সৌরাষ্ট্র, দ্বারকা ও কচ্ছ উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। সরিয়ে নেওয়া হয়েছে ৫০ হাজার মানুষকে। ইতিমধ্যেই ওইসব জায়গায় বিপর্যয় মোকাবিল দলকে নামিয়ে দেওয়া হয়েছে। যেসব মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ১৮ হাজার মানুষকে কচ্ছের বিভিন্ন জায়গার আশ্রয় শিবিরে রাখা হয়েছে। অন্যদের রাখা হয়েছে জুনাগড়, জামনগর, পোরবন্দর, মোরবি, দ্বারকা ও রাজকোটের আশ্রয় শিবিরে।  


অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর তীব্রতার পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের আঞ্চলিক আবহাওয়া বিভাগ বৃষ্টির সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিন মহারাষ্ট্রের রাজধানী সহ রাজ্যের অনেক শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বলছে, সোমবার রত্নাগিরি, রায়গড়, থানে, পালঘরে প্রবল বাতাসের সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হবে। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রবিবার জানিয়েছিল যে ১৫ জুন বিকেলে সৌরাষ্ট্র-কচ্ছ এবং করাচি উপকূলে প্রতি ঘন্টায় ১২৫-১৩০ কিলোমিটার হাওয়ার গতিবেগ হতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্যোগ দেশ আবহাওয়া
Related News