নতুন সংসদ ভবনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ আইনসভার আসন রয়েছে

banner

#Pravati Sangbad Digital Desk:

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ভারত সরকারের ওয়েবসাইটে একটি নতুন সংসদ ভবনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে। রবিবার সকালে সর্ব ধর্ম প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন  করবেন। রবিবার দুপুরে হবে নতুন সংসদ ভবন উদ্বোধনের মূল অনুষ্ঠান।  অনুষ্ঠানটি সমস্ত দূরদর্শন (ডিডি) চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবণের উদ্বোধন করবেন। এনিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকী রাষ্ট্রপতিকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। সারা দেশে তুমুল রাজনৈতিক বিতর্কের মাঝে ২০টি বিরোধী দল রবিবারের ওই অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছে। 

নতুন  ভবনটি শীঘ্রই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ আইনসভার আসন হবে৷ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকার বর্তমান ঔপনিবেশিক যুগের ভবনের পরিবর্তে নতুন সংসদ ভবনকে আইন প্রণয়নের কেন্দ্রস্থল হতে চায়। তবে নতুন ভবনের উদ্বোধন নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। ২০টি  বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।  তারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদীকে আমন্ত্রণ না জানিয়ে অপমান করা হয়েছে বলেই দাবি করেছে বিরোধীরা। তবে উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী, ২৫টি রাজনৈতিক দলের সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ধর্মীয় নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।


বিরোধীদের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ফলে রবিবার কিছুটা তাল তো কাটবেই। তার উপর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সেঙ্গোল নিয়ে। অমিত শাহ থেকে শুরু করে বিজেপির তাবড় নেতা-মন্ত্রীরা দাবি করেছিলেন, ১৯৪৭ সালে ক্ষমতা হস্তান্তরের সময় ভাইসরয় মাউন্টব্যাটেন কোনও একটা প্রতীক খুঁজছিলেন। বিষয়টি জওহরলাল নেহরুর কানে যেতে তিনি চক্রবর্তী রাজাগোপালাচারীর সঙ্গে কথা বলেন। রাজাগোপালাচারী তখন নেহরুকে চোল রাজাদের রাজদণ্ড হস্তান্তরের কথা জানান নেহরুকে। পরে চেন্নাইয়ের অলঙ্কার নির্মাতাদের দিয়ে একটি দণ্ড বানানো হয়। তাঞ্জাভুর মঠের পুরোহিতরা সেই দণ্ড বিমানে করে দিল্লিতে এনে লর্ড মাউন্টব্যাটেনের হাতে তুলে দেন ১৯৪৭ সালের ১৪ অগাস্ট। শাহদের দাবি, এটিই ব্রিটিশদের ক্ষমতা হস্তান্তরের প্রতীক। আগামী ২৮ মে সংসদের নতুন ভবনে স্পিকারের চেয়ারের পাশে স্থাপন করা হবে সেঙ্গল। উদ্বোধনী অনুষ্ঠান কংগ্রেস সহ ২০টি বিরোধী দল বয়কট করেছে। অন্যদিকে, ২৫টি দল উপস্থিত থাকবে বলে জানিয়ে দিয়েছে। জয়রামের দাবি, সেঙ্গলের সঙ্গে লর্ড মাউন্টব্যাটেন, সি রাজাগোপালাচারী এবং জওহরলাল নেহরুর ক্ষমতা হস্তান্তরের কোনও প্রতীকী সম্পর্কের তথ্যপ্রমাণ নেই।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News