Flash news
  1. রান্না নয় পেঁয়াজে আছে অনেক উপকারিতা
  2. রান্নাঘর পরিষ্কার রাখবেন কিভাবে ?
  3. আন্তর্জাতিক ফ্যাশন শো তে নজর কাড়লেন যিশু - কন্যা
  4. গরমে তৈলাক্ত ত্বকের সমস্যার সমাধান করবেন কিভাবে
  5. দেশের সবচেয়ে ছোটো নামের স্টেশন কোন টি জানেন
  6. আগামী এপ্রিল থেকে POS মেশিনের সাহায্যে পার্কিং ফি নেবে কলকাতা পুরসভা, জেনে নিন প্রতি ঘণ্টায় লাগবে কত টাকা
  7. অঞ্জনির অস্বস্তি? ঘরোয়া উপায়ে কী ভাবে কমাতে পারেন
  8. চালু হচ্ছে আইআরসিটিসির ‘ভারত গৌরব’ জ্যোতির্লিঙ্গযাত্রা, কলকাতা স্টেশন থেকে ছাড়বে 'ভারত গৌরব'
  9. বাড়ির থেকে মাকড়সা তাড়াবেন কিভাবে ?
  10. আজ বৃহস্পতিবার ১৬ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৩০,মার্চ-২০২৩ আপনার দিন কেমন যাবে জেনে নিন
  11. হাওড়া স্টেশন এর ১৬ নম্বর প্ল্যাটফর্ম টি কোথায়?
  12. মহানায়ক এর পারিশ্রমিক কত ছিল জানেন ??
  13. শুধু ওষুধ নয়! ভালো খাবারে ভালো থাকে মন
  14. স্কোয়াড রেডি কেকেআর
  15. আমন্ড খেয়ে খোসা ফেলে দেন? আমন্ডের খোসা পুষ্টিগুণ থেকে চুল ও ত্বকের স্বাস্থ্যে উপকারী, ব্যবহার করে দেখুন
  16. PL 2023: আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা, জানুন মঞ্চ মাতাবেন কোন তারকারা
  17. আরও আকর্ষণীয় দিঘা,১০ লক্ষ ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে দীঘার অমরাবতী পার্ক
  18. চোখের সমস্যায় উপযোগী ব্যায়াম
  19. ক্রমাগত ক্ষয় হচ্ছে হাড়ের! কিন্তু বুঝবেন কোন উপায়ে করবেনই বা কি
  20. আইপিএল - এর প্রথম থেকে থাকছেন না অনেকেই! শাকিব , লিটন সহ অনেকেই আছেন সেই দলে
  21. বাড়িতে বানিয়ে ফেলুন চিতল মাছের মুইঠা
  22. রাজভবন এখন থেকে 'জন রাজভবন', মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি
  23. মহাবীর জয়ন্তী: সোমবার ছুটি, ঘোষণা করেছেন মমতা
  24. শিশু দুধ খেতে চায় না? কোন বিকল্প খাবারগুলি খুদের বেড়ে ওঠায় সাহায্য করবে
Saturday, April 1, 2023

উইল জ্যাকসের পরিবর্ত হিসেবে আরসিবি স্কোয়াডে এই ক্রিকেটার

banner

#Pravati Sangbad Digital Desk:

শেষমেশ সত্যি হল জল্পনা। ভারত সফরে টিম ইন্ডিয়াকে বেকায়দায় ফেলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনায় মাথা গলিয়ে দিলেন মাইকেল ব্রেসওয়েল।আসন্ন আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দেখা যাবে নিউজিল্যান্ডের অল-রাউন্ডারকে। চোটের জন্য এবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামতে পারবেন না ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান উইল জ্যাকস। তাঁর পরিবর্ত হিসেবেই আরসিবি দলে নেয় কিউয়ি তারকাকে, যিনি বাঁ-হাতে ব্যাট করার পাশাপাশি একজন ডানহাতি অফ-স্পিনার। জ্যাকসকে ফ্র্যাঞ্চাইজি ৩.২ কোটি টাকায় কিনেছিল। ব্রেসওয়েলের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা।নিউজিল্যান্ডের অলরাউন্ডার এখনও অবধি ১৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলে ১১৩ রান করার পাশাপাশি ২১ উইকেট নিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, ৩২ বছর বয়সী অলরাউন্ডার এর আগে আইপিএলে কখনও খেলেননি এবং বিগত মিনি-নিলামে অবিক্রিত ছিলেন। সামগ্রিকভাবে, তিনি খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ১১৭টি ম্যাচ খেলেছেন এবং ১৩৩.৪৮ স্ট্রাইক রেটে ২২৮৪ রান করেছেন।ভারতের বিরুদ্ধে ২০২৩-এর জানুয়ারিতে হায়দ্রাবাদে প্রথম ওডিআইতে মাত্র ৭৮ বলে ১৪০ রান করে চমক লাগিয়ে দিয়েছিলেন ব্রেসওয়েল। হেরে যাওয়ার অবস্থান থেকে দলকে উদ্ধার করে প্রায় এককভাবে ব্ল্যাক ক্যাপসকে জেতানোর জায়গায় নিয়ে গিয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে নজর কাড়ার দুই মাস পরে নিউজিল্যান্ডের অলরাউন্ডার আইপিএলে চুক্তিবদ্ধ হলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ ৩১শে মার্চ আহমেদাবাদে শুরু হবে যেখানে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর মুখোমুখি হবে। আরসিবি তাদের প্রথম ম্যাচ খেলবে ১লা এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News