Flash news
  1. রান্না নয় পেঁয়াজে আছে অনেক উপকারিতা
  2. রান্নাঘর পরিষ্কার রাখবেন কিভাবে ?
  3. আন্তর্জাতিক ফ্যাশন শো তে নজর কাড়লেন যিশু - কন্যা
  4. গরমে তৈলাক্ত ত্বকের সমস্যার সমাধান করবেন কিভাবে
  5. দেশের সবচেয়ে ছোটো নামের স্টেশন কোন টি জানেন
  6. আগামী এপ্রিল থেকে POS মেশিনের সাহায্যে পার্কিং ফি নেবে কলকাতা পুরসভা, জেনে নিন প্রতি ঘণ্টায় লাগবে কত টাকা
  7. অঞ্জনির অস্বস্তি? ঘরোয়া উপায়ে কী ভাবে কমাতে পারেন
  8. চালু হচ্ছে আইআরসিটিসির ‘ভারত গৌরব’ জ্যোতির্লিঙ্গযাত্রা, কলকাতা স্টেশন থেকে ছাড়বে 'ভারত গৌরব'
  9. বাড়ির থেকে মাকড়সা তাড়াবেন কিভাবে ?
  10. আজ বৃহস্পতিবার ১৬ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৩০,মার্চ-২০২৩ আপনার দিন কেমন যাবে জেনে নিন
  11. হাওড়া স্টেশন এর ১৬ নম্বর প্ল্যাটফর্ম টি কোথায়?
  12. মহানায়ক এর পারিশ্রমিক কত ছিল জানেন ??
  13. শুধু ওষুধ নয়! ভালো খাবারে ভালো থাকে মন
  14. স্কোয়াড রেডি কেকেআর
  15. আমন্ড খেয়ে খোসা ফেলে দেন? আমন্ডের খোসা পুষ্টিগুণ থেকে চুল ও ত্বকের স্বাস্থ্যে উপকারী, ব্যবহার করে দেখুন
  16. PL 2023: আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা, জানুন মঞ্চ মাতাবেন কোন তারকারা
  17. আরও আকর্ষণীয় দিঘা,১০ লক্ষ ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে দীঘার অমরাবতী পার্ক
  18. চোখের সমস্যায় উপযোগী ব্যায়াম
  19. ক্রমাগত ক্ষয় হচ্ছে হাড়ের! কিন্তু বুঝবেন কোন উপায়ে করবেনই বা কি
  20. আইপিএল - এর প্রথম থেকে থাকছেন না অনেকেই! শাকিব , লিটন সহ অনেকেই আছেন সেই দলে
  21. বাড়িতে বানিয়ে ফেলুন চিতল মাছের মুইঠা
  22. রাজভবন এখন থেকে 'জন রাজভবন', মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি
  23. মহাবীর জয়ন্তী: সোমবার ছুটি, ঘোষণা করেছেন মমতা
  24. শিশু দুধ খেতে চায় না? কোন বিকল্প খাবারগুলি খুদের বেড়ে ওঠায় সাহায্য করবে
Saturday, April 1, 2023

ওডিআই সিরিজ শুরু হচ্ছে আজ

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ শুরু হচ্ছে আজ থেকে। যদিও প্রথম ম্যাচে পাওয়া যাবে না অধিনায়ক রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে নেতৃত্ব সামলাবেন দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিগত বছরগুলোয় ক্যাপ্টেন্সিতে ভালোমতোই হাত পাকিয়েছেন তিনি। তবে প্রথম ম্যাচে চিন্তার কারণ ছিল ভারতের ওপেনিং জুটি নিয়ে। রোহিতের জায়গায় ওপেনিংয়ে কে নামবেন ত নিয়ে উঠেছে প্রশ্ন । জানা যাচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে শতরানকারী এবং দুর্দান্ত ফর্মে থাকা শুভমন গিল করবেন ওপেনিং। অপরপ্রান্তে লোকেশ রাহুল এবং ইশান কিষাণকে নিয়ে জট পাকিয়ে ছিল।

লোকেশ রাহুল দীর্ঘদিন ধরে ফর্মে ধারেপাশে নেই। আবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ইশান কিষাণকে মাঠের বাইরে কাটাতে হয়েছিল। সেক্ষেত্রে গিলের সঙ্গে ওপেনিংয়ে ইশানের পাল্লা ভারি। কোনও অস্পষ্টতা না রেখে সাংবাদিক বৈঠকে হার্দিক বলেন, “রোহিতের অনুপস্থিতিতে ইশান কিষাণ ও শুভমান গিল ইনিংস শুরু করবেন।” প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। হার্দিক পান্ডিয়ার ঘরের মাঠ। এই বিষয়ে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন বলেন, “সারা বছর উইকেট একই রকম দেখায়। প্রায় সাত বছর ধরে এখানে খেলছি। এখানে খেলা চ্যালেঞ্জিং হবে। কারণ এই পিচ থেকে উভয় দলই সমান সুযোগ পাবে।” এছাড়াও শ্রেয়স আইয়ারের চোট নিয়েও কথা বলেন হার্দিক। তিনি বলেন শ্রেয়সের চোট বছরের শেষের দিকে ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের প্রস্তুতিকে প্রভাবিত করবে। পিঠের চোটের কারণে শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন আইয়ার। কবে তিনি ফিরতে পারবেন তার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। আইপিএলের প্রথমদিকের বেশ কয়েকটি ম্যাচ থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তাঁর। হার্দিকের কথায়, “অবশ্যই ওর ফেরার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করছি। ওর অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে এবং আমরা অবশ্যই ওকে মিস করব। তবে শীঘ্রই দলে ফিরতে না পারলে আমাদের এর সমাধান খুঁজে বের করতে হবে।”

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Tags:

Related News