Flash news
  1. রান্না নয় পেঁয়াজে আছে অনেক উপকারিতা
  2. রান্নাঘর পরিষ্কার রাখবেন কিভাবে ?
  3. আন্তর্জাতিক ফ্যাশন শো তে নজর কাড়লেন যিশু - কন্যা
  4. গরমে তৈলাক্ত ত্বকের সমস্যার সমাধান করবেন কিভাবে
  5. দেশের সবচেয়ে ছোটো নামের স্টেশন কোন টি জানেন
  6. আগামী এপ্রিল থেকে POS মেশিনের সাহায্যে পার্কিং ফি নেবে কলকাতা পুরসভা, জেনে নিন প্রতি ঘণ্টায় লাগবে কত টাকা
  7. অঞ্জনির অস্বস্তি? ঘরোয়া উপায়ে কী ভাবে কমাতে পারেন
  8. চালু হচ্ছে আইআরসিটিসির ‘ভারত গৌরব’ জ্যোতির্লিঙ্গযাত্রা, কলকাতা স্টেশন থেকে ছাড়বে 'ভারত গৌরব'
  9. বাড়ির থেকে মাকড়সা তাড়াবেন কিভাবে ?
  10. আজ বৃহস্পতিবার ১৬ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৩০,মার্চ-২০২৩ আপনার দিন কেমন যাবে জেনে নিন
  11. হাওড়া স্টেশন এর ১৬ নম্বর প্ল্যাটফর্ম টি কোথায়?
  12. মহানায়ক এর পারিশ্রমিক কত ছিল জানেন ??
  13. শুধু ওষুধ নয়! ভালো খাবারে ভালো থাকে মন
  14. স্কোয়াড রেডি কেকেআর
  15. আমন্ড খেয়ে খোসা ফেলে দেন? আমন্ডের খোসা পুষ্টিগুণ থেকে চুল ও ত্বকের স্বাস্থ্যে উপকারী, ব্যবহার করে দেখুন
  16. PL 2023: আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা, জানুন মঞ্চ মাতাবেন কোন তারকারা
  17. আরও আকর্ষণীয় দিঘা,১০ লক্ষ ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে দীঘার অমরাবতী পার্ক
  18. চোখের সমস্যায় উপযোগী ব্যায়াম
  19. ক্রমাগত ক্ষয় হচ্ছে হাড়ের! কিন্তু বুঝবেন কোন উপায়ে করবেনই বা কি
  20. আইপিএল - এর প্রথম থেকে থাকছেন না অনেকেই! শাকিব , লিটন সহ অনেকেই আছেন সেই দলে
  21. বাড়িতে বানিয়ে ফেলুন চিতল মাছের মুইঠা
  22. রাজভবন এখন থেকে 'জন রাজভবন', মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি
  23. মহাবীর জয়ন্তী: সোমবার ছুটি, ঘোষণা করেছেন মমতা
  24. শিশু দুধ খেতে চায় না? কোন বিকল্প খাবারগুলি খুদের বেড়ে ওঠায় সাহায্য করবে
Saturday, April 1, 2023

পশ্চিমবঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি

banner

#Pravati Sangbad Digital Desk:

এই প্রথম বাংলার মাটিতে পা রাখতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে আগামী ২৭ শে মার্চ সকালে কলকাতায় পৌঁছবেন রাষ্ট্রপতি। তবে রাজ্য সরকারের তরফে খবর, ওই দিনই বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বলেই ঠিক করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে তার আগে রাষ্ট্রপতি যাবেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। আর সেখান থেকে যাবেন জোড়াসাঁকো। তারপর ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে তার ইউকো ব্যাংকের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আছে।

তবে পরদিন ২৮ শে মার্চ সকালেই বেলুড় মঠ ঘুরে তিনি সরাসরি যাবেন শান্তিনিকেতনে। আর সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, সেই অনুষ্ঠান শেষ করেই রাষ্ট্রপতি দিল্লি ফিরে যাবেন। দেশের প্রথম আদিবাসী মহিলা হিসাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী মুর্মু।  তবে যদিও রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মমতার সমর্থন বরাবরই যশবন্ত সিংএর দিকে ছিল। তবে পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে বিজেপি দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করতেই মমতা জানিয়েছিলেন, আগে জানলে অন্যরকম সিদ্ধান্ত নেওয়া যেত। এরপর রাষ্ট্রপতি পদে আসিন হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনিও উত্তরে বাংলার মুখ্যমন্ত্রীকে 'দিদি' বলেই সম্বোধন করেছিলেন বলেই সূত্রের খবর। পরে অবশ্য দিল্লি সফরে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে। তবে এবার রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গ সফরে আসছেন একাধিক কর্মসূচির উদ্যোগ নিয়ে। ইতিমধ্যেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার তোরজোরও শুরু হয়ে গিয়েছে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News