হিন্দি এবং বাংলা উভয় ছবিতেই এবার দেখা যাবে কাকাবাবুকে

banner

#Pravati Sangbad Digital Desk:

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিরিজের তিন নম্বর ছবি। এই বছরের ৪ই ফেব্রুয়ারী প্রসেনজিত চট্টোপাধ্যায় ও আরিয়ান ভৌমিক অভিনীত “কাকাবাবুর প্রত্যাবর্তন” ছবিটি প্রকাশ পেতে চলেছে।কিন্তু এবারের ছবির চমক থাকবে বাংলা এবং হিন্দিতেও।সুনীল গঙ্গোপাধ্যায় এর কাকাবাবু সিরিজের উপন্যাস “জঙ্গলের মধ্যে এক হোটেল” অবলম্বনে তৈরি হয়েছে “ কাকাবাবুর প্রত্যাবর্তন” ছবির চিত্রনাট্য।এখানে  আবার দর্শক দেখতে পাবে সৃজিত-প্রসেনজিত জুটিকে।

মাসাই মারার জঙ্গলের রোমহর্ষক গল্প নিয়ে এবার হিন্দিতে।‘কাকাবাবুর প্রত্যাবর্তন” এই নতুন বছরের অনয়তম প্রতীক্ষিত ছবি। এস.ভি.এফ এর তরফে ঘোষণা করা হয় ৪ই ফেব্রুয়ারী মুক্তি পাবে এই ছবিটি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল বাংলা ভাষায়।তবে এবার বাংলার পাশাপাশি হিন্দিতে ও মুক্তি পেতে চলেছে এই ছবি।দর্শক কাকাবাবুকে শেষবার দেখেছিল মরুভমিতে।এবার সেই কাকাবাবুকে দেখা যাবে আফ্রিকার জঙ্গলে।কাকাবাবুর প্রথম ছবি “মিশর রহস্য”, তারপর “ইয়াতি অভিযান”।এবার তিন বছর পরে আসতে চলেছে ”কাকাবাবুর প্রত্যাবর্তন”।আগের বারের মতো এবার দর্শক দেখতে পাবে সৃজিত -প্রসেনজিত-আরিয়ান জুটিকে।

এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে কেনিয়ায়। আগের ছবি গুলোর মতই এখানে দর্শক দেখতে পাবে কাকাবাবু সন্তুকে নিয়ে বেড়াতে যাচ্ছেন।কেনিয়ার একটি শহর নাইবেরিয়ায় ঘোরার সময় কাকাবাবুকে খুনের হুমকি দেওয়া হয়। সেখানে বসবাস করতেন এক ভারতীয় ব্যবসায়ি অশোক দেশাই ,তিনি কাকাবাবুকে আমন্ত্রণ জানান মাসাই মারার জঙ্গলে তাঁর হোটেলে। সেখানেই পৌঁছান কাকাবাবু।এরপরের সমস্ত ঘটনা ঘটে সেই জঙ্গলেই। সেখানকার এক ঘটনার জট খুলতে গিয়েই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কাকাবাবুকে।এই কাকাবাবুর আসল নাম রাজা চৌধুরী।মাসাই এর জঙ্গলে বিভিন্ন ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে কাকাবাবু জানতে পারেন ,কিছুদিন আগে দুই পর্যটক নিখোঁজ হয়েছে ,সেই রহস্য জানতে গিয়ে কাকাবাবুকে ও সন্তুকে  অনেক বিপদ সঙ্কুল পরিস্থিথির সম্মুখীন হতে হয়।সেই চিত্রই ফুটে উঠবে এই ছবিতে। ২০২০ সালে যখন এই ছবির পোস্টার দর্শকদের সামনে আসে তখনই সেখানে একটি বিরাট জঙ্গলের ছবি দেখা যায়। সেখানে দেখা যায় সূর্যের ছবি,পাখিরা নীড়ে ফিরছে।আর তারই সামনে কাকাবাবু পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। এছাড়া আছে সন্তুও, তার চোখ-মুখে ভয়ের ছাপ স্পষ্ট আর সামনে বসে আছে
পশুরাজ।

সৃজিত মুখোপাধ্যায় এর এই কাকাবাবু ফ্রেঞ্ছাইজি মানের বড় বাজেটের ছবি।যেহেতু বিগ বাজেটের ছবি তাই সেই কথা ভেবেই হয়ত দুটি ভাষাতে এই “কাকাবাবুর প্রত্যাবর্তন” মুক্তি পেতে চলেছে।কাকাবাবুর এই  ছবি নিয়ে প্রসেনজিত চট্টোপাধ্যায় ভীষণও কৌতূহলী ।আগে কাকাবাবু গিয়েছেন মরুভুমিতে,পাহাড়ে। এবার তিনি থাকছেন জঙ্গলে ।তাই একটা নতুন চমক তো আছেই ।অন্যদিকে সৃজিত- প্রসেনজিত জুটি মানেই একটা আলাদা উন্মাদনা আর প্রত্যাশা থেকেই থাকে দর্শকদের।সবকিছুর  শেষে এখন অপেক্ষা   “কাকাবাবুর প্রত্যাবর্তন” ছায়াছবির।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aditi Sarker

Related News