#Pravati Sangbad Digital Desk:
১ এপ্রিল নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) লঞ্চের অনুষ্ঠানে ছিল চাঁদের হাট! মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড এবং হলিউড সেলিব্রিটিরা। এই অনুষ্ঠানে সবকিছু নিখুঁত করতে এবং অতিথিদের সেরা অভিজ্ঞতা দিতে সব রকম চেষ্টা করেছেন আম্বানিরা। এই অনুষ্ঠানে রুপোর থালাতে অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছিল। শুধু তাই নয়, তাদের ৫০০ টাকার নোটে সাজানো হালুয়াও পরিবেশন করা হয়েছিল। যদিও এর পেছনে একটা মজার গল্প রয়েছে।
পার্টির অন্দরের একাধিক ছবি যেমন ভাইরাল হয়েছে, তেমনই পার্টির অন্দরের মেনুর ছবিও হু হু করে ছড়িয়ে পড়েছে। তারপর মধ্যেই পার্টিতে অতিথিদের জন্য পরিবেশন করা হালুয়ার ছবি থেকে চোখ ছানাবড়া সকলের। কারণ হালুয়ার প্লেট জুড়ে রয়েছে ৫০০ টাকার নোট। তবে না, এটা আসল টাকা নয়, নকল টাকা। আসলে উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় মিঠাই 'দৌলত কি চাট'। প্রায় ৫০০ বছর পুরোনো এই ডেজার্ট সার্ভ করতে নকল ৫০০ টাকার নোট ব্যবহার করা হয় আম্বানিদের গ্র্যান্ড পার্টিতে। কিন্তু আম্বানিদের পার্টি বলে কথা! তাই অনেকেই এক ঝটকায় ওই টাকাকে সত্যিকারের ৫০০ টাকার নোট বলেই বিশ্বাস করে নিয়েছেন।
হলিউড এবং বলিউডের অনেক জনপ্রিয় সেলিব্রিটি NMACC-এর গ্র্যান্ড লঞ্চে উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, গিগি হাদিদ, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কিয়ারা আডভানী, সিদ্ধার্থ মালহোত্রা, করিনা কাপুর, সাইফ আলি খান, করণ জোহর, টম হল্যান্ড এবং আরও অনেকে উপস্থিত ছিলেন নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) লঞ্চের অনুষ্ঠানে।
ভারতীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের উদ্দেশ্যে তৈরি এই সাংস্কৃতিক মঞ্চ। তাই অনুষ্ঠানের মেনুতে ভারতীয় ঐতিহ্য ও পরম্পরাই বজায় রেখেছিলেন আম্বানিরা। অতিথিদের যে ভারতীয় থালি সার্ভ করা হয় তাতে রুটি, ডাল, পালক পনীর, বিভিন্ন ধরণের তরকারি, হালুয়া, মিষ্টি, চাটনি, পাপড়, লাড্ডু-সহ একাধিক পদ ছিল। সঙ্গে ছিল পানীয় ঢালাও ব্যস্ততা। বাছাই করা ওয়াই সার্ভ করা হয় অতিথিদের জন্য।