দক্ষিণী তেই মাতলো আই পি এল .. কোথায় গেলো বলিউড ??

banner

#Pravati Sangbad Digital Desk:

গতকাল ,শুক্রবার ই উদ্বোধন হলো দেশের ১৬ তম 'মেন  আই পি এল ম্যাচ ' এর । খেলার আয়োজন করা হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম , গুজরাট এর আমেদাবাদ এর নরেন্দ্র মোদী স্টেডিয়াম এ।প্রথম দিন ই ছিল চেন্নাই বনাম গুজরাট এর ম্যাচ ।আর দীর্ঘ তিন  বছর পর করোনা অতিমারি র আতঙ্ক কাটিয়ে জনগন কে আই পি এল মুখী করে তোলার কোনো কসুর ছাড়েনি ভারতীয় ক্রিকেট বোর্ড ( বি সি সি আই ) । আই পি এল এর শুরু তেই জাকজমক আয়োজন করা হয়েছে ,যা লক্ষ লক্ষ দর্শক কে আগ্রহী করে তুলেছে ।

স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় এক লক্ষ বত্রিশ হাজার মানুষ ।আর তাদের সামনেই নাচে গানে মন মাতালেন ভারতের তিন জনপ্রিয় তারকা ।কালের উদ্বোধনী অনুষ্ঠান কে টানটান উত্তেজনা আর উল্লাসে ভরিয়ে রাখেন গায়ক অরিজিত সিং ও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রশমিকা মান্দনা ।

একসময় আই পি এল মানেই ছিল বলিউড তারকা দের পারফরমেন্স ।বলিউড ও আই পি এল ছিল একে অপরের পরিপূরক ।তবে ২০২৩ এর ঘটনা টি সম্পূর্ণ আলাদা । এবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেলো না বলিউড এর কোনো তারকা কেই ।শুধুমাত্র অরিজিত সিং এর গাওয়া গান গুলি বলিউড এর অস্তিত্বের সাক্ষী স্বরূপ থেকে গেলো ।দক্ষিণী দুই অভিনেত্রীর পারফরমেন্স এই মজলো মাঠ ভর্তি দর্শক ।অরিজিত এর গানের সঙ্গে যেমন দর্শক রা সুর মিলিয়েছেন তেমন ই রাশমিকা ও তামান্না এর নাচের সাথে দর্শক রাও নেচেছেন ।একটা মুহূর্তের জন্য ও অনুষ্ঠানের ছন্দপতন হয়নি ।তবে কি সর্বাঙ্গীক ভাবেই বলিউড এর মন্দা শুরু হয়েছে ? সিনেমা জগৎ থেকে শুরু করে আই পি এল এর ম্যাচ সব কিছুতেই কি বলিউড কে টেক্কা দিচ্ছে সাউথ ? প্রশ্ন টা থেকেই যায় ।

বর্তমানে দর্শক রা দক্ষিণী সিনেমা খুব ই পছন্দ করছেন ।বিভিন্ন দক্ষিণী সিনেমা গুলি জনপ্রিয়তা ও পাচ্ছে খুব ।এমন কি এস এস রজমৌলি পরিচালিত ' আর আর আর ' সিনেমা টি অস্কার ও এনেছে দেশে ।অপর দিকে ২০২২ এ বলিউড এ যতগুলি বিগ বাজেট সিনেমা মুক্তি পেয়েছে তাদের মধ্যে রণবীর ও আলিয়া অভিনীত ' ব্রহ্মাস্ত্র ' ছাড়া আর কোনটি ই তেমন হিট হয়নি ।চলতি বছরের তিনটে মাস শেষ হয়ে গেলেও শাহরুখ খানের ' পাঠান ' ছাড়া আর কোনো বলিউড সিনেমা ই দর্শকদের মনোগ্রাহী হয়নি ।তবে কি বলিউডে মন্দা শুরু হয়েছে ?

দর্শক রা যে ধীরে ধীরে দক্ষিণী গান ,সিনেমা তে আগ্রহী হচ্ছেন ,তার প্রমাণ আই পি এল এর উদ্বোধনী অনুষ্ঠান।অরিজিত সিং এর গান এর পর স্টেজ এ একে একে নামেন তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্দনা ।নানান দক্ষিণী ব্লকবাস্টার গান যেমন ' শামী শামী ' ,' উ অন্তভা ', ' শৃভাল্লি ' ও অস্কার জয়ী ' নাটু নাটু ' গানের ছন্দে নৃত্য পরিবেশন করেন তারা ।আর দর্শক রাও ফেটে পড়ে আনন্দ উল্লাসে ।দক্ষিণী গান গুলির তালে তারা ও নাচতে শুরু করেন ।তবে কি সত্যি ই বলিউড এর জায়গা নিতে চলেছে দক্ষিণী সিনেমা জগৎ ? ? 


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News