৮,৫০০ কর্মীর চাকরি ছাঁটাই লিস্টে এবার টেলিকম কোম্পানি

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্ববাজারে মন্দার আবহে থামছে না কর্মী ছাঁটাই প্রক্রিয়া। সবথেকে বড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রযুক্তি কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল টেলিকম হার্ডওয়্যার নির্মাতা এরিকসন। 
কস্ট কাটিং-এর দোহাই দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী সুইডিশ টেলিকম নির্মাতা কোম্পানি Ericsson গোটা পৃথিবীতে ৮ হাজার ৫০০ কর্মচারী ছাঁটাই করতে চলেছে। এই লিস্ট তৈরি হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ১৪০০ কর্মচারীর চাকরি শুধুমাত্র সুইডেনেই চলে গিয়েছে। ফেসবুক, গুগল, মাইক্রোসফট, আলিবাবা, আমাজন-এর মতো কোম্পানিগুলিও লিস্টে শামিল হয়েছে। জানা গিয়েছে, এই সমস্ত কোম্পানিগুলি ভারী সংখ্যায় কর্মী ছাঁটাই করে চলেছে। কোম্পানি জানিয়েছে, খরচ কমাতে বিশ্বব্যাপী ৮৫০০ কর্মী ছাঁটাই করবে সংস্থা। এই বিষয়ে কর্মচারীদের কাছে একটি নোটিস পাঠিয়েছ প্রতিষ্ঠান। চলতি সপ্তাহে এরিকসন সুইডেনে ১৪০০ কর্মী ছাঁটাই করেছে। যদিও কয়েকদিন না যেতেই বিশ্বব্যাপী ৮৫০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। কোম্পানির প্রধান কার্যনির্বাহী বোর্জে একহোলম কর্মীদের কাছে পাঠানো মেমোতে লিখেছেন, এই ছাঁটাই প্রক্রিয়া বিভিন্ন দেশে চলবে। ইতিমধ্যেই অনেক দেশে ছাঁটাইয়ের নোটিস পাঠানো হয়েছে। টেলিকম সরঞ্জামের চাহিদা কমে যাওয়ায় কোম্পানিটি ২০২৩ সালের শেষে ৮৮০ মিলিয়ন ডলার খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি ছাঁটাইয়ের মাধ্যমে এই খরচ কমাবে বলেছে। কোম্পানি আগেই জানিয়েছে, ছাঁটাই, রিয়েল এস্টেট ও পরামর্শদাতার সংখ্যা হ্রাসের মাধ্যমে কোম্পানির খরচ কমানো হবে। রিপোর্ট অনুযায়ী ২০২২ সালের শেষ পর্যন্ত ১ লক্ষ ৫ হাজার কর্মচারী ওয়ার্ক ফোর্সে ছিল। এখন তার মধ্যে ৮৫০০ কর্মচারী ছাঁটাই করা হচ্ছে। গ্লোবাল মন্দার ভয়ে এবং মূল্যবৃদ্ধির মধ্যে কোম্পানিগুলির খরচ কম করার জন্য একের পর এক কোম্পানি ছটায় এর দিকে হাঁটছে। এরিকসন এর তরফ থেকে লে অফের সম্পর্কে বলা হয়েছে যে তারা বেশিরভাগ কর্মচারীদের বছরের প্রথম ছয় মাসের মধ্যেই ছাঁটাই করবেন। বাকি কর্মচারীদের ২০২৪ এ ছাঁটাই করা হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News