পাহাড়, নীল জলের হ্রদ, সঙ্গে রয়েছে জঙ্গলও!ঘুরে আসতে পারেন আসানবনি

banner

#Pravati Sangbad Digital Desk:

কথায় বলে, বাঙালির ভ্রমণ মানেই ‘দিপুদা’ অর্থাৎ দিঘা, পুরী আর দার্জিলিং। কিন্তু এই কয়েকটা জায়গা ছাড়াও বাংলার মধ্যে বা তার আশেপাশেই রয়েছে এমন দুর্দান্ত কিছু ঘুরতে যাওয়ার জায়গা যেখানে গেলে আপনি খুঁজে পাবেন প্রাণের আরাম, আত্মার শান্তি। আজ আমরা এমন একটা জায়গার কথা বলব যেখানে আছে পাহাড়, জঙ্গল আর অবাধ বনভূমি। সব মিলিয়ে বলা যায়, সাধ্যের মধ্যে স্বাদপূরণের মুশকিল আসান ঝাড়খণ্ডের ‘আসানবনি’। ঝাড়খণ্ড রাজ্যে দলমা পাহাড়ের কোলে ছোট্ট একটি শহর আসানবনি। আবার শহর বললেও ভুল হয়। পাহাড় কেটে তৈরি জাতীয় সড়কের পাশে আসানবনি একটি জনপদ। গরম ছাড়া বছরের যে কোনও সময়েই আসা যায়। এখানকার প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ কর্মব্যস্ত জীবনে দু’দণ্ড শান্তির ঠিকানা হয়ে উঠতেই পারে। ভোরবেলা যদি ঘুম থেকে উঠতে পারেন, তবে পাহাড়ের কোলে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখতে ভালই লাগবে। আদিবাসী গ্রাম ঘুরে, সেখানকার সহজ জীবনযাপনের সঙ্গে একাত্ম হতে পারলে সে এক অন্য ‘নিজেকে’ খুঁজে পাবেন এখানেই। চোখজুড়ানো, মনোরম পরিবেশ, পাহাড়ের ধাপ কেটে বানানো সর্পিল মসৃণ রাস্তা ধরে, হাত ধরে হাঁটতে হাঁটতে প্রিয়জনের সঙ্গে হারিয়ে যেতেই পারেন।

পাহাড় কেটে তৈরি হয়েছে জাতীয় সড়ক, ভোর হলেই সেই সর্পিল আঁকাবাঁকা রাস্তা ধরে বেরিয়ে পড়তে পারেন। ঘুরে দেখতে পারেন আদিবাসী জনপদ, তাঁদের জীবনযাপন। এছাড়াও দলমা পাহাড়ে ঘোরার সুযোগ তো রয়েইছে। আসানবনি থেকে দলমা পাহাড়ের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। দলমার জঙ্গলে হাতি এবং হরিণের দেখা তো পাওয়া যায়ই, তবে তার সঙ্গে চিতাবাঘ এবং ভালুকের ভয়ও আছে। এছাড়া পাহাড়ের তলদেশে রয়েছে ডিমনা লেক। জঙ্গলে ঘোরা শেষ হলে হ্রদের নীল জলের ধারে বসে দু’দণ্ড জিরিয়েও নিতে পারেন। গ্রাম থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে রয়েছে আরও একটি লেক, চান্ডিল ড্যাম। সেখানে নৌকায় চড়ে ঘোরারও ব্যবস্থা রয়েছে। পাশেই একটি জাদুঘর রয়েছে, স্থানীয় ইতিহাস নিয়ে আগ্রহ থাকলে সেখানেও ঘুরে আসা যায়। গ্রীষ্মকাল ছাড়া যে কোনও সময়েই যাওয়া যায় আসানবনি। পর্যটকদের জন্য সেখানে বেশ কিছু হোটেল এবং রিসর্ট রয়েছে। তবে দলমার জঙ্গলে প্রবেশ করার জন্য অনুমতি লাগে। আগে থেকে সচিত্র পরিচয়পত্র এবং অন্যান্য নথি জমা দিয়ে সেই অনুমতি নিতে হয়। আসানবনি যেতে হলে কলকাতা থেকে জামশেদপুরগামী ট্রেনে নামতে হবে টাটা স্টেশনে। সেখান থেকে গাড়িতে আসানবনি যেতে সময় লাগবে আধ ঘণ্টা মতো। এছাড়া ধর্মতলা থেকে বাসেও যাওয়া যাবে আসানবনি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News