বাজারে দাপিয়ে বেড়াচ্ছে এই ইলেকট্রিক স্কুটার

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে মানুষজন মোটর সাইকেল এর থেকে স্কুটার ই বেশি পছন্দ করছেন।তাই বাজারে স্কুটার এর চাহিদা ও তৈরি হচ্ছে আর বিক্রি ও হচ্ছে খুব ।বর্তমানে ,ভারতে সর্বাধিক জনপ্রিয় স্কুটার ব্র্যান্ড টি হলো হণ্ডা অ্যাক্টিভা।১৪০ কোটি মানুষের দেশে প্রতি মাসে হন্ডা অ্যাক্টিভার ১.৫০ লাখ ইউনিট বিক্রি করে জাপানি সংস্থা।

তবে এই স্কুটার এর জনপ্রিয়তা এর পাশাপাশি মানুষ এর ইলেকট্রিক স্কুটার এর দিকেও ঝোঁক বেড়েছে ।বহু মানুষ এখন পেট্রোল স্কুটার এর বদলে পছন্দ করছেন ইলেকট্রিক স্কুটার।বাজারে ইলেকট্রিক স্কুটার এর বিক্রির পরিসংখ্যান ই তা বলে দেয়।

এক হিসেবে দেখা যাচ্ছে চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে মোট ৬৪২০৩ টি ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে ।যে সমস্ত সংস্থা ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে সেগুলির  মধ্যে  অন্যতম হলো টি ভি এস মোটরস।নতুন সংস্থার বাজারে একমাত্র এই পুরনো সহস্থা টি ই জোরকদমে বাজার চালিয়ে যাচ্ছে।গত মাসে এই স্কুটার এর ১২১৬১ ইউনিট বিক্রি করেছে টি ভি এস সংস্থা ।টানা ৩ মাস ধরে ১০০০০ এর বেশী টি ভি এস আইকিউব ইলেকট্রিক স্কুটার বিক্রি করল টি ভি এস সংস্থা ।


টি ভি এস মোটর সাইকেল এর পাশাপাশি স্কুটার ও বিক্রি করে চলেছে সমান তালে ।গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে মত ৫৩০০০ ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে টি ভি এস ।এর বেশ কিছু ফিচারস এর জন্য মানুষজন স্কুটার টি খুব পছন্দ করছেন।এই ইলেকট্রিক স্কুটার এর তিনটি ভ্যারিয়েন্ট বাজারে এসেছে - স্ট্যান্ডার্ড ,এস ও এসটি।৩.০৪ kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে এতে ।এর টপ স্পেক ভ্যারিয়েন্ট অর্থাৎ এসটি মডেল এ পাওয়া যাবে ৪.৫৬ kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ।ব্যাটারি টি শুন্য থেকে একশো শতাংশ চার্জ হতে সময় লাগবে চার ঘণ্টা তিরিশ মিনিট।স্কুটার টির টপ স্পিড হলো ৭৮ কিমি প্রতি ঘন্টা ।স্ট্যান্ডার্ড ও এস ভ্যারিয়েন্ট এর ক্ষেত্রে এর রঙের ১০০ কিমি ও এসটি এর ক্ষেত্রে রেঞ্জ ১৪৫ কিমি ।

টি ভি এস এর এসটি ভ্যারিয়েন্ট টি এখনো বাজারে আসেনি ।তবে স্ট্যান্ডার্ড ও এস চলে এসেছে।এর স্ট্যান্ডার্ড এর বাজারমূল্য ৯৯১৩০ টাকা এবং এস ভ্যারিয়েন্ট এর দাম ১.০৪ লাখ টাকা ।

বাজারের রমরমা ও গ্রাহকদের সুবিধার জন্য ভারতের ১০০ টি শহরে মোট ২০০ টি টাচ পয়েন্ট খুলেছে টি ভি এস ।তবে ওলা ইলেকট্রিক কে এখনো টেক্কা দিতে পারেনি টি ভি এস ।এখনো পর্যন্ত বাজারে সবচেয়ে বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করছে এই ওলা ইলেকট্রিক কোম্পানি ।।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News