বিদেশের মাটিতে পালিত হয় ' শ্রেয়া ঘোষাল দিবস '

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে ভারতের প্রথম শ্রেণীর গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন শ্রেয়া ঘোষাল। হিন্দি ভাষায় অগনিত গান গেয়েছেন তিনি। শুধুমাত্র বলিউড এই নয়, বাংলা, তেলুগু,তামিল সহ একাধিক আঞ্চলিক ভাষায় ও গান গেয়েছেন শ্রেয়া। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম সমগ্র ভারতেই সুরের আধিপত্য রয়েছে তার। এমন কি খোদ লতা মঙ্গেশকর এরও পছন্দের তালিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল।শ্রেয়া একজন বাঙালি। পশ্চিমবঙ্গেই তার জন্ম। ছোটোবেলা থেকেই সঙ্গীত চর্চা করেছেন তিনি। তারপর এক রিয়ালিটি শোএর মাধ্যমে লাইম লাইটে আসেন তিনি। বলিউডে তার ডেবিউ হয় বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালি-এর হাত ধরে। সঞ্জয় এর মা শ্রেয়া এর গান খুব পছন্দ করতেন। তিনিই পরিচালককে বলেন শ্রেয়াকে তার ছবিতে গান গাওয়ানোর কথা। এরপর পরিচালক নিজেও গায়িকার গান শোনেন ও তারও শ্রেয়ার গান খুব পছন্দ হয়। তার পরিচালিত ব্লকবাস্টার ছবি 'দেবদাস' এ শ্রেয়া 'ডোলা রে' ও 'বৈরী পিয়া' গান দুটি গান। এই গানগুলি জনপ্রিয় হওয়ার পরই সঞ্জয় লীলা বানসালি তার 'জিসম' ছবিতে শ্রেয়া কে দিয়ে 'জাদু হ্যা নাশা হ্যা' গানটি গাওয়ান। গানটি খুব জনপ্রিয়তা লাভ করে। এরপর একের পর এক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন শ্রেয়া। বাংলা,দক্ষিণী সমস্ত ভাষায় দক্ষতার সাথে গান গেয়ে মানুষ জনের মন কেড়েছেন তিনি।

তার খ্যাতি এখন শুধু দেশেই না বরং সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশের মধ্যে ছাড়াও বিদেশেও গান এর কনসার্ট করেন তিনি। আর তার কনসার্ট শুনতে ভিড় করেন লক্ষ লক্ষ  শ্রোতা। বাইরের দেশগুলির মধ্যে আমেরিকাতে শ্রেয়া এর অনুরাগীদের সংখ্যা সবচেয়ে বেশি। শ্রেয়া এর এত জনপ্রিয়তার কারণে আমেরিকাতে শ্রেয়া ঘোষাল দিবস নামে একটি দিনও উদযাপন করা হয়। আমেরিকার এক গভর্নর ছিলেন শ্রেয়ার বড়ো অনুরাগী। ২০১০ সালে গায়িকা আমেরিকার ওহিওতে একটি কনসার্ট এ যান। তৎকালীন আমেরিকার গভর্নর টেড স্টিকলান্ড ছিলেন শ্রেয়ার গানের বড়ো ভক্ত। তিনি তখন বলেন ২৬ সে জুন দিন এ প্রতিবছর আমেরিকাতে শ্রেয়া ঘোষাল দিবস পালন করা হবে। এরপর থেকেই আমেরিকাতে এই ২৬ শে জুন দিনটি শ্রেয়া ঘোষাল কে উৎসর্গ করা হয়। বহিরদেশে ভারতীয় শিল্পীর সম্মান প্রাপ্তির এমন দৃষ্টান্ত খুবই কম চোখে পড়ে। তাই এই দিনটি ভারতীয়দের কাছে খুবই গর্বের।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Tags:

Related News