প্রকৃতির কোলে ছুটির ক'দিন: কম খরচে ঘুরে আসুন পুরুলিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

শহুরে একঘেয়ে ব্যাস্ত জীবনে নিজের জন্য সময় বাঁচিয়ে রাখাটা খুব প্রয়োজন। ভ্রমণ বিলাসী মনকে নিয়ে ঘুরে আসুন পাহাড় আর জঙ্গল ঘেরা পুরুলিয়া। ঘুরতে যাওয়ার খরচও খুব কম। প্রধানত শীতকাল পুরুলিয়া ঘুরতে যাওয়ার একটা দারুণ সময়। অযোধ্যা পাহাড়ে গেলে চোখে পড়বে নানা প্রাকৃতিক সৌন্দর্য। এর সাথে খয়রাবেরা ড্যাম, চড়িদা মুখোশ গ্রাম, লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির, ময়ূর পাহাড়, মার্বেল লেক, মুরুগুমা ড্যাম, মুরুগুমা লেকও ঘুরে দেখার মতো। অযোধ্যায় ঘুরতে গিয়ে রাত কাটানোর একটি আদর্শ স্থান মুরুগুমা। জায়গাটি নির্জন নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এখানে অনেক ভিলা রয়েছে। এছাড়া টপ টুরিস্ট লজও এখানে পাওয়া যাবে। পরিবার নিয়ে রাত কাটানোর উত্তম জায়গা। এই স্থানে হোটেল গুলির ভাড়া কম। তবে খাওয়া খরচ আলাদা ভাবে করতে হবে। এর জন্য মাথা পিছু ১০০-১২০ টাকা খরচ পড়তে পারে। সব মিলিয়ে পুরুলিয়ায় ঘুরতে হলে মাথা পিছু ১,৮০০-২০০০ টাকা খরচ পড়বে। পুরুলিয়া স্টেশনে নেবে গাড়ি করে মুরুগুমাতে পৌঁছানো যাবে। খাওয়ার খরচ এখানে হোটেলের ভাড়ার সঙ্গে যুক্ত নয়। খাওয়া চাইলে আপনি বাইরেও করতে পারেন। ঘুরতে গিয়ে রাস্তার যে কোনও হোটেলে খুব কম খরচে ব্রেকফাস্ট সারতে পারেন। সেখানে আপনার খরচ হবে মাত্র ২৫-৩০ টাকা। দুপুরে মাছ ভাত খেতে চাইলে খরচ পড়বে ১০০-১২০ টাকা। রাতের খাবারের খরচও প্রায় এরকমই চিকেন খেলে খরচ খানিকটা বাড়বে। ট্রেনে করে যেতে হলে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে আপনি পৌঁছাতে পারবেন। ৫-৬ ঘন্টা সময় লাগবে। অন্যদিকে প্রতিদিন ধর্মতলা থেকে পুরুলিয়া গামী বাস যায়। এই বাসে চেপেও আপনি ভ্রমণ করতে পারেন। এছাড়া যদি পার্সোনাল গাড়িতে যেতে চান তবে দিল্লি রোড ধরে দুর্গাপুর বা আসানসোল হয়ে সহজেই পুরুলিয়া পৌঁছে যাবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Tags:

Related News