Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

নদীর তলায় মেট্রো: ভারতের প্রথম পরিষেবা চালু হতে পারে হাওড়া ও কলকাতার মধ্যে

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

নদীর নিচে ছুটবে মেট্রো। ভারতে প্রথম বার শুরু হচ্ছে এই পরিষেবা। মেট্রো ছুটবে হাওড়া ও কলকাতার মধ্যে। তার জন্য ইতিমধ্যেই গঙ্গার নীচে তৈরি হয়েছে দু-দু'টি সুড়ঙ্গ! সব কিছু ঠিক থাকলে, ভবিষ্যতে মেট্রোর মতো, গঙ্গার নীচ দিয়ে চলবে পণ্যবাহী গাড়িও। সময়ের সাথে কলকাতায় বাড়ছে গাড়ির চাপ! যানজটে নাকাল হচ্ছেন শহরবাসী। বিশেষত কলকাতা বন্দর থেকে পণ্যবাহী গাড়ি দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যাতায়াত করায়, এই ব্রিজের উপরও চাপ বাড়ছে। এই সমস্ত কথা ভেবেই, গঙ্গার নীচে শুধুমাত্র পণ্যবাহী গাড়ি যাতায়াতের জন্য আরও একটি সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। তার জন্য ইতিমধ্যে একটি সংস্থাকে DETAILED PROJECT REPORT বা DPR তৈরি করতে দেওয়া হয়েছে। কিন্তু, কলকাতা বন্দরের নেতাজি সুভাষচন্দ্র বসু ডক থেকে গঙ্গার তলা দিয়ে সেই সুড়ঙ্গের রাস্তা যাবে কোন জায়গায়? এর জন্য ২টি বিকল্প জায়গার কথা ভেবে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। কলকাতা বন্দর থেকে একটি শালিমার অথবা শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে গিয়ে উঠতে পারে। তবে DPR তৈরির পরই তা চূড়ান্ত হবে। শুরু হবে মাটি পরীক্ষার কাজ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি বলেন, 'ডিপিআর তৈরি হয়ে গেলে কলকাতা পুরসভা, কেএমডিএ, রেলের সঙ্গে কথা বলেই চূড়ান্ত হবে।' গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটলে, তা হবে কলকাতার মুকুটে আরেকটি পালক।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News