Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ক্রিসমাসেই কলকাতায় নয়া মেট্রো

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

আর মাত্র কয়েকটা মাস অপেক্ষা করতে হবে সকলকে। তার পরেই চালু হচ্ছে গঙ্গার নিচ দিয়ে পাতালপথ। হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত লাইন তৈরির কাজ একদম শেষের দিকে এসে ঠেকেছে। সব ঠিক থাকলে ডিসেম্বরেই এই পথে মেট্রো চালু হয়ে যাবে। যার ফলে সাধারণের যাতায়াত আরও মসৃণ হবে। মেট্রো রেল সূত্রে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পাতালপথ খুলে যাবে এই বছরই। অতএব ক্রিসমাসেই এই রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ভারতের মধ্যে নদীগর্ভে পাতালপথ তৈরিতে এটিই প্রথম। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ শেষ। এই অংশে গঙ্গার নিচে সুড়ঙ্গ বানানো হয়েছে। ইউরোপের দেশ অস্ট্রিয়া থেকে ১৭১০ মেট্রিক টন ইস্পাত এনে তাকে খণ্ডবিখণ্ড করে তৈরি হয়েছে মেট্রোরেলের ট্র্যাক। এই কাজ খুব একটা সহজ ছিল না ইঞ্জিনিয়ারদের পক্ষে। তবে তাঁদের অক্লান্ত পরিশ্রমে সেই কাজ শেষ হয়েছে। এবার মেট্রো চালুর পালা। প্রসঙ্গত, কলকাতা মেট্রো হল শহরের অন্যতম লাইফ লাইন। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছে যাওয়ার জন্য শহরবাসীর প্রথম পছন্দ মেট্রো পরিষেবাই। শুধু কলকাতাবাসীই নন, শহরতলির বহু মানুষ নিত্যদিনের যাতায়াতের জন্য নির্ভর করেন মেট্রো পরিষেবার উপর। হাওড়া ময়দানের সঙ্গে এসপ্ল্যানেডকে যুক্ত করার কাজ শেষ হলে শহরবাসীর জন্য আরও বেশি সুবিধা হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News