দেখে নেওয়া যাক ২০২১ এর সেরা কিছু টলিউড ছবির তালিকা

banner

#Pravati Sangbad Digital Desk:

২০২০ এবং ২০২১ এই সালেই বেশ কিছুটা হলেও দমে গেছে বিনোদন জগত। এরইমধ্যে টলিউড এক গুচ্ছ সিনেমা দর্শকদের উপহার দিয়েছে। বিশেষ নজির গড়েছে যেসব সিরিয়াল সেগুলোর তালিকা দেওয়া হলো।
প্রথমেই পরিচালক অতনু ঘোষ এর ‘বিনি সুতোয়’ এক অভূতপূর্ব ছবি যেখানে সুতোর মতোই দুটি মানুষ একে অপরের সাথে এবং একে অপরের জীবনের সাথে জুড়ে আছে। ছবিতে অভিনয় করতে দেখা গেছে ঋত্বিক চক্রবর্তী এবং জয়া আহসানকে। এর রেটিং ছিল ৮.৬।
দ্বিতীয় ছবি হিসেবে বলা যায় ‘অনুসন্ধান’ যা কমলেশ্বর মুখোপাধ্যায় দ্বারা পরিচালিত। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার। দর্শকরা ভীষণভাবেই উপভোগ করেছেন এই রহস্য রোমাঞ্চ ভরা ছবি। এই ছবিগুলো তো লন্ডনের একটি বাড়ি এবং একটি কোর্টরুমকে কে নিয়ে। এই ছবির  রেটিং ৮.১।
‘অল্প হলেও সত্যি’ পরিচালনা করেছেন সৌমজিৎ আদক এবং মুখ্য চরিত্রে দেখা গেছে সৌরভ দাস দর্শনা বণিক রিষভ বসু ও সৃজনী মিত্র কে।
এরপরেই বলা যায় অংশুমান প্রত্যুষ এর পরিচালিত নির্ভায়া যা রেটিং পেয়েছে ৮/১০। এই ছবিতে অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী গৌরব চক্রবর্তী সহ প্রিয়াংকা সরকার এবং শ্রীলেখা মিত্র।
৮.১/১০ রেটিং নিয়ে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী বায়োপিক সেরার খেতাব পেয়েছে দর্শক মহলে। অভিনেতা দেব এর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর খেলার প্রতি অদম্য সাহস জেদ ও দক্ষতার গল্প। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দেবের সাথে অভিনয় করেছে ইশা সাহা অনির্বাণ ভট্টাচার্য। এই ছবি ওটিটি প্লাটফর্মে রেটিং পায় ৭.৮।
৮.৭রেটিং নিয়ে দর্শকদের মনে স্থান করে নিয়েছে অর্জুন চক্রবর্তী অভিনীত অভিযাত্রিক। অপু ট্রিলজি যেখানে অপুর সংসার দিয়ে শেষ হয় তারপরের যে ধারণা তা এই ছবিতে ফুটে উঠেছে পরিচালক শুভ্রজিৎ মিত্রর হাত ধরে। এছাড়াও দিতিপ্রিয়া রায় অর্পিতা চট্টোপাধ্যায় শ্রীলেখা মিত্র অনবদ্য অভিনয় করেছে এই ছবিতে।

এরপরেই বলা যায় কোয়েল মল্লিক অভিনীত ফ্লাইওভারের কথা এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল। রেটিং পেয়েছে ৬/১০।
রোমান্টিক ছবির ঝুলিতে পাওয়া গেছে প্রেম-টেম কে। অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিটি রেটিং পেয়েছে ৬/১০। ভেঙ্কটেশ ফিল্মসের দ্বারা তৈরি এই ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায় সৌম্য মুখোপাধ্যায় ও শ্বেতা মিশ্র।
এবার বলা যায় সদ্য মুক্তি পাওয়া ছবি টনিক এর কথা। যা এখন বক্সঅফিসে হিট। হাউস ফুলের ছবি  রোজই চোখে পড়ছে। এই ছবির প্রযোজনায় ছিলেন অতনু রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ আর সহযোগী প্রযোজকে ছিলেন দেব নিজেই। এছাড়াও এই ছবিটি পরান বন্দ্যোপাধ্যায় কে দেখা গেছে ৮0 বছরের জলধর সেন এর চরিত্রে। টনিক এর ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবির মূল শুটিং হয়েছে দার্জিলিঙে। এই কদিনের মধ্যেই টনিক এর রেটিং গিয়ে পৌঁছেছে ৯.৪ এ।

কভিক পরিস্থিতিতে বহু দিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। তোমকে ছিল অনেক ছবির শুটিংও। কখনো আবার পিছিয়ে যাচ্ছিল তৈরি হয়ে যাওয়া বেশ কিছু ছবি। এরইমধ্যে টলিউডে এরকম বেশ কিছু ছবি জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। যা দর্শকরা উপভোগ করেছেন প্রেক্ষাগৃহে বসে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News