Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ফের বর্ধমান শাখায় বন্ধ হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

সপ্তাহান্তে ভোগান্তি! হাওড়া-বর্ধমান মেন লাইন ও কর্ড লাইনে এবার গোটা একদিন চলবে না লোকাল ট্রেন। সঙ্গে বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-রামপুরহাট ও বর্ধমান আসানসোল শাখাও। কবে? ৫ ফেব্রুয়ারি, রবিবার। এমনকী, ৯ তারিখও ট্রেন পাওয়া যাবে না হাওড়া-বর্ধমান মেন লাইন ও বর্ধমান-ব্যান্ডেল শাখায়। বর্ধমান স্টেশনের কাছে নয়া ওভারব্রিজ তৈরির কাজ শেষ। পুরানো ওভারব্রিজটি এবার ভেঙে ফেলা হচ্ছে। শতাব্দী প্রাচীন ওই ব্রিজে আগেই যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল রেল। এমনকী, ব্রিজে লাগোয়া রাস্তার দু'ধারে যে দোকানগুলি ছিল, সেই দোকানগুলি তুলে দেওয়া হয়েছে। শনিবার থেকে ধাপে ধাপে চলছে সেতু ভাঙার কাজ। ফলে প্রতিদিন হাওড়া-বর্ধমান লাইনে ট্রেন চলাচলে ব্যঘাত ঘটছে। চলতি সপ্তাহের শেষে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে। স্রেফ লোকাল ট্রেন নয়, ৫ ফ্রেরুয়ারি বন্ধ থাকবে বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস। ঘুরপথে চলবে বেশ কয়েকটি ট্রেন। আগামী ৫ ফেব্রুয়ারি, রবিবার থেকে ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত বর্ধমান শাখায় EMU, MEMU লোকাল ট্রেন চলাচল ব্যহত হবে। সোমবার খবরটি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল দফতর। বর্ধমান স্টেশনের ম্যানেজার স্বপন ভট্টাচার্যও খবরটি নিশ্চিত করে বলেন, “আগামী ৫ ফেব্রুয়ারী বর্ধমান হাওড়া, বর্ধমান ব্যাণ্ডেল, বর্ধমান আসানসোল ও বর্ধমান রামপুরহাট রেল শাখায় সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি কিছু মেল ও এক্সপ্রেস ট্রেন বন্ধ করার পাশাপাশি কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হবে।” পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যে লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে, দেখে নেওয়া যাক একনজরে…
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার- হাওড়া-বর্ধমান ও বর্ধমান-ব্যান্ডেল শাখায় সমস্ত EMU ট্রেন এবং বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট শাখায় সমস্ত MEMU ট্রেন বাতিল করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার- হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে ৬ জোড়া EMU লোকাল এবং হাওড়া-বর্ধমান মেইন লাইনে ৫ জোড়া EMU লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি ২০২৩ অর্থাৎ মঙ্গল ও বুধবার- হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ১০ জোড়া EMU লোকাল, হাওড়া-বর্ধমান মেইন লাইনে ১০ জোড়া EMU লোকাল এবং ১টি ব্যান্ডেল-বর্ধমান লোকাল বাতিল থাকবে।
৯ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার- হাওড়া-বর্ধমান ও ব্যান্ডেল-বর্ধমান শাখায় সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত EMU লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তবে সন্ধ্যা ৬টার পর এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এই সমস্ত লোকাল ট্রেন ছাড়াও হাওড়া-বর্ধমান শাখায় কয়েকটি দূরপাল্লার ট্রেনও নিয়ন্ত্রিত করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি EMU লোকাল ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।
চলতি বছরের গোড়াতেও রেললাইনে ইন্টারলকিং কাজের জন্য বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে ব্যহত হয়েছিল। যার ফলে চরম সমস্যায় পড়েছিলেন অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News