শুরু হয়ে গেল WB JECA 2023-এর আবেদন প্রক্রিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) WB JECA 2023-এর জন্য আবেদন প্রক্রিয়া   ইতিমধ্যে শুরু হয়ে  গেছে  । আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 8 ফেব্রুয়ারি, 2023।আগ্রহী  পড়ুয়ারা wbjeeb.in-এ WB JECA 2023-র আবেদন জমা দিতে পারবেন।অফিসিয়াল সময়সূচি অনুসারে, WB JECA 2023 পরীক্ষা 8 জুলাই  অফলাইন মোডে নেওয়া হবে। WB JECA হল একটি বার্ষিক রাজ্য-স্তরের প্রবেশিকা পরীক্ষা, যা WBJEEB পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানে এমসিএ  অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সে ভর্তির জন্য নেওয়া  হয়ে থাকে । জেনারেল বিভাগের প্রার্থীদের WBJECA 2023-এর আবেদন ফি হল 500 টাকা। অন্যদিকে, এসসি/এসটি/ওবিসি-এ/ ওবিসি-বি বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে 400 টাকা জমা দিতে হবে। তবে আবেদন করার  পূর্বে  আগ্রহী প্রার্থীরা WB JECA 2023 যোগ্যতার মানদণ্ড, পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার সিলেবাস  ও অন্যান্য বিশদ বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে থেকে দেখে নিতে পারবেন।
আবেদন করার প্রক্রিয়া :
১)প্রথমে wbjeeb.in-এ অফিসিয়াল ওয়েবসাইট  যান 
২ )এবার হোমপেজে পরীক্ষা বিভাগে WB JECA ট্যাবে ক্লিক করুন
৩) এই পর্বে নতুন পৃষ্ঠায় JECA 2023-এর জন্য আবেদনের লিঙ্কে ক্লিক করুন
৪) অনলাইনে রেজিস্ট্রেশন করুন ও আপনার লগইন শংসাপত্র ব্যবহার করে পোর্টালে আবার লগইন করুন
৫) এখানে  সব প্রয়োজনীয় বিবরণ দিয়ে আবেদনপত্রটি  পূরণ করুন
৬) পরে প্রাসঙ্গিক নথি আপলোড করুন ও অনলাইনে পরীক্ষার ফি প্রদান করুন
৭) সবকিছু হয়ে গেলে আবেদনপত্রটি  সাবমিট করে দিন
৮) রেফারেন্সের জন্য অ্যাপ্লিকেশন কমফারমেশন পৃষ্ঠাটি ডাউনলোড করুন
তবে অবশ্যই মনে করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনের একটি প্রিন্টআউন্ট নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগতে পারে।
যোগ্যতা :
•প্রার্থীদের অবশ্যই সাধারণ বিভাগের জন্য ন্যূনতম 60 শতাংশ ও সংরক্ষিত বিভাগের জন্য 45 শতাংশ সহ তাদের স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
•এই ক্ষেত্রে আবেদনকারীদের UG স্তরে অঙ্কে 60 শতাংশ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অঙ্কে 60 শতাংশ নম্বর পেতে হবে।
•আবেদনকারীদের অবশ্যই UG স্তরে গণিত পড়তে হবে।
•তিন বছরের B.Sc অনার্স ডিগ্রি সহ প্রার্থীরা UG স্তরে অনার্স বিষয়ে কমপক্ষে 60 শতাংশ নম্বর ও গণিত বিষয় হিসাবে থাকতে হবে। জানা গিয়েছে , 8 জুলাই, 2023 তারিখে দুপুর 12 টা থেকে 2 টা পর্যন্ত  এই  প্রবেশিকা পরীক্ষা  হবে ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Tags:

Related News