পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হলেন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারত সরকারের পদ্ম সম্মানে ভূষিত বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena tandon)। দীর্ঘ অভিনয় জীবনে এ পুরস্কার তাঁর কাছে অত্যন্ত সম্মানের। ভারতের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন ১০৬ জন। এ সম্মান তিনি উৎসর্গ করেছেন তাঁর প্রয়াত বাবা রবি ট্যান্ডনকে। তিনিই একমাত্র অভিনেত্রী যাঁকে এ সম্মান প্রদান করা হয়েছে।
১৯৯১ সাল থেকে অভিনয় জগতে পা রাখেন রবিনা ট্যান্ডন। ‘পাত্থর কে ফুল’ তাঁর প্রথম ছবি। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ব্লকবাস্টার হিট হয় এই ছবি। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। ‘লাগলা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘আতিস’, ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘দিলওয়ালে’, ‘ইমতিহান’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘রক্ষক’, ‘জিদ্দি’, ‘আন্টি নং ওয়ান’, ‘দুলহে রাজা’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ মতো রোম্যান্টিক কমেডিতেও অভিনয় করেছেন তিনি।
রবিনা ট্যান্ডন বলেছেন, ‘(আমি) সম্মানিত এবং কৃতজ্ঞ। ভারত সরকারকে অনেক ধন্যবাদ, আমার অবদান, আমার জীবন, আমার আবেগ এবং উদ্দেশ্য- সিনেমা এবং শিল্পকে স্বীকৃতি দেওয়ার জন্য, শুধুমাত্র সিনেমা শিল্পেই নয়, তার থেকই বেশি কিছুতে অবদান রাখতে চাই। সিনেমার শিল্প ও নৈপুণ্য এই যাত্রার মধ্যে যারা আমাকে পথ দেখিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। অনেকেই এই যাত্রায় আমার পাশে ছিলেন এবং যারা আমাকে তাঁদের জায়গা থেকে দেখেছেন। আমি আমার বাবার কাছে ঋণী’।
পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন প্রয়াত মুলায়ম সিং যাদব (পদ্মবিভূষণ), তবলা বাদক জাকির হোসেন (পদ্মবিভূষণ), সুধা মূর্তি (পদ্মভূষণ), প্রীতিকনা গোস্বামী (পদ্মশ্রী)। চলতি বছর এপ্রিল বা মে মাসে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পদ্ম পুরস্কার প্রদান করা হবে। শুধুমাত্র অভিনেত্রী নয়, রবিনা ট্যান্ডন পরিচিত একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক হিসেবেও। ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলোর একটি। তাদের পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী তিনটি বিভাগে ভূষিত করা হয়। সামাজিক কাজ, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান, বাণিজ্য ও শিল্পকলার মতো বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়।
অভিনেত্রী বলেন, ‘এটা সবসময়ই অসাধারণ একটা অনুভূতি যখন কারও কাজের প্রশংসা করে তাঁকে সম্মানিত করা হয়। এমন একটা সম্মানে সম্মানিত হওয়ার পর অসাধারণ অনুভূতি হচ্ছে। এটা আমার জার্নিকে স্বীকৃতি দিল। আমার কাছে এই সম্মান আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। এটা আমার কাছে অত্যন্ত বিশেষ দিন। আমার দেশ আমাকে এভাবে সম্মানিত করেছে, আমি আপ্লুত। ধন্যবাদ ভারত।’

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News