Flash News
Monday, September 22, 2025

হলুদ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন চমৎকার ফেস প্যাক

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

রূপচর্চার  কথা উঠলে একদম প্রথমেই থাকবে হলুদের নাম। এমনিতেই যে কোনও উৎসব- পার্বণে হলুদ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। রূপচর্চার দুনিয়াতেও চিরকাল হলুদ রাজত্ব করে এসেছে। মুখের নিষ্প্রাণ বিবর্ণভাব কাটিয়ে সতেজ উজ্জ্বলতা এনে দিতে, মুখের কালো দাগছোপ হালকা করতে, ব্রণ-ফুসকুড়ি নির্মূল করার কাজে, মুখের যে কোনও প্রদাহ কমাতে হলুদের ব্যবহার বহু প্রাচীন। ত্বকের তেলতেলেভাব কাটিয়ে আর ত্বকের আর্দ্রতা বাড়িয়ে তুলে ত্বক কোমল, উজ্জ্বল রাখতে তাই বেছে নিন হলুদ দিয়ে তৈরি কিছু দুর্দান্ত ফেসপ্যাক।
বেসন, চন্দন, এবং হলুদের ফেস প্যাক
২ চা চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো, ১ চা চামচ চন্দন পাউডার এবং সামান্য জল মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করুন। মুখে ও গলায় পেস্টটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ও গলা ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাক ব্যবহারেই ফল মিলবে। এই প্যাক ত্বকের মৃত কোষ অপসারণ করে এবং ত্বকের ক্যান্সার হওয়া থেকে রক্ষা করতে পারে।
হলুদ,মধু এবং দুধের ফেস প্যাক
১/৪ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মধু আর দু’চামচ কাঁচা দুধ মিশিয়ে নিলেই এই ফেসপ্যাক তৈরি। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে প্যাকটি আলতো হাতে সারা মুখে লাগিয়ে দশ থেকে  ১৫ মিনিট  পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বকে জলের ভারসাম্য রক্ষা করে। এর সঙ্গে হলুদের অ্যান্টিসেপটিক এবং
অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন থাকায় তা ত্বকের মৃত কোষকে দূর করে, ত্বককে কোমল করে তোলে। এই ফেসপ্যাক ত্বকের বলিরেখা দূর করতে বিশেষ কার্যকর।
টক দই এবং হলুদের ফেস প্যাক
২ চা চামচ টক দই, ১ চা চামচ মুলতানি মাটি এবং আধা চামচ হলুদ গুঁড়ো ভালো ভাবে মিশিয়ে নিন। পুরো মুখে আর গলায় সমানভাবে পেস্টটি লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেস প্যাক লাগালেই যথেষ্ট। এই ফেস প্যাক ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বক ফর্সা করে।

হলুদ, লেবুর রস এবং মধুর  ফেস প্যাক 
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি সপ্তাহে এক বার ব্যবহার করুন।লেবুর রস ত্বকের কালো দাগ, ব্রণর দাগ দূর করতে সাহায্য করে। ত্বকের রোমকূপ সংকুচিত করে থাকে। মধু আবার প্রাকৃতিক ময়েশ্চারাইজার। শুধু তাই নয়, মধু ত্বকে জলের ভারসাম্য বজায় রেখে ব্রণ হওয়ার প্রবণতাও রোধ করে। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
দুধ, আমন্ড এবং হলুদের ফেস প্যাক
১ চা চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চা চামচ আমন্ড গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। মুখে ও গলায় পেস্টটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলেই ফল পাবেন। এই ফেস প্যাক ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না এবং ত্বকের তারুণ্যতা বজায় রাখে।
হলুদ, বেসন এবং গোলাপ জলের ফেস প্যাক
১/৪ চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ বেসন, আর খানিকটা গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি ব্যবহারের আগে ভাল করে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তার পর এই পেস্টটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে ব্যাকটিরিয়ামুক্ত রাখে। ফলে ব্রণর প্রবণতাও হ্রাস পায়।সপ্তাহে দু’বার এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সতেজ হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News