Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ওমিক্রণের জেরে পিছিয়ে গেল জার্সি ছবির মুক্তি

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

কাবির সিং এর মত হিট ছবির মধ্যে দিয়ে শাহিদ কাপুর আবারো বলিউডে বিশেষ স্থান করে নিয়েছে। আগামী ৩১ শে ডিসেম্বর আসতে চলেছিল শাহিদ কাপুর অভিনীত জার্সি। কিন্তু করোনার প্রভাবে পিছিয়ে গেল সেইদিন। ক্রমেই দেশে পড়তে চলেছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন এর প্রভাব। ফলে আতঙ্কিত গোটা দেশবাসী। মূলত সেই কারণেই শুক্রবার ৩১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না জার্সি। ছবির ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে শাহিদ কাপুরের অভূতপূর্ব অভিনয়। দীর্ঘদিন ধরে বহু ব্লকবাস্টার ছবি আমাদের উপহার দিয়েছিল সাঈদ কাপুর আবার সেই চেনা লুকেই ফিরে আসতে চলেছেন তিনি। সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল তার আগামী ছবির ট্রেলার। গত নভেম্বরে শুটিংয়ের কাজ শেষ হয়েছিল। নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছিল বছর শেষেই মুক্তি পাবে এই ছবি। ট্রেলার এর ভিডিও দেখে উপচে পড়া দর্শকদের উদ্দেশ্যে শাহিদ কাপুর একটি ভিডিও তৈরি করেছিলেন।
সেখানে তিনি বলেছিলেন যে সকলের ভালোবাসায় তিনি মুগ্ধ। কোভিদ পরিস্থিতিতে দু'বছর কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি। কোন সিনেমা অর্ধেক তৈরি হয় বাকি ছিল আবার কোন সিনেমা পুরো শুটিং হয়ে গিয়েও মুক্তি পেতে পারছিল না। আবার অনেক সিনেমায় মুক্তি পেয়েছে কিন্তু প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ছিল কম। ঠিক সেরকমই জার্সি ছবিরও শুটিং মাঝরাস্তায় বন্ধ রাখতে হয়েছিল। কারণ বেরিয়ে গেছিল করোনার প্রকোপ ফলে শাহিদ কাপুরের বাড়িতে ছোট সন্তানের কথা এবং তার বাবার কথা মাথায় রেখে শুটিং বন্ধ করতে হয়।

এছাড়াও শুটিং চলাকালীন গোটা দেশে লকডাউন জারি হয়েছিল। এরইমধ্যে জার্সি মুক্তির দিন আগে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু প্রেক্ষাগৃহ কবে খুলতে পারে বা দর্শকরা কবে আবার আগের মতন নির্ভয়ে প্রেক্ষাগৃহে ছবি দেখতে পারে তা নিয়েছিল অনিশ্চয়তা। এছাড়াও আরো একটি কারণে ছবির শুটিং অনেকটা পিছিয়ে গিয়েছিল তা শাহিদ কাপুরের জন্য। ছবিতে শাহিদ কাপুরের চরিত্র ক্রিকেটারের। এবং ছোট থেকেই তিনি যেহেতু ক্রিকেট খেলতে ভালোবাসতেন তাই চরিত্রে আরো বেশি করে মনোনিবেশ করার জন্য তিনি শুটিংয়ের ফাঁকে ক্রিকেট প্র্যাকটিস করতেন। এরকমই প্রায়ই দিন তিনি হেলমেট ছাড়া প্র্যাকটিস করতেন। শুটিংয়ের সিকোয়েন্সে থাকা চরিত্র অনুযায়ী তার দিকে এগিয়ে আসে এবং তার শাহিদ কাপুরের মুখে লেগে ঠোঁটের নিচের অংশ ফেটে যায় পরে।

কোভিদ পরিস্থিতির কারণে এর আগেও মুক্তির দিন ঠিক হলেও পিছিয়ে যায় সেটি। এবার আবারও অমিক্রণ এর প্রভাবে পিছিয়ে যায় বছর শেষে জার্সি মুক্তির দিন। জানাযায় জার্সি হল তেলেগু ছবির হিন্দি রিমেক। এই ছবিতে ত্রিশোর্ধ ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কাপুর।
Related News