আমেরিকা থেকে বিমান কিনবে এবার ইন্ডিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কে আরো মজবুত করতে প্রায় 220 টি বোয়িং বিমান কিনতে চলেছে এবার ইন্ডিয়া। শুধু তাই নয় এর বাইরে আরো ৭০ টিবোয়িং বিমান কেনার বিকল্প থাকবে বলেও জানানো হয়েছে যার চুক্তি হিসেবে $45.9 বিলিয়ন দাঁড়িয়েছে। এবং এই সিদ্ধান্তকে প্রশংসা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবং তিনি গর্বের সাথে ঘোষনা করেছেন যে এক ঐতিহাসিক চুক্তি অনুসারে আমেরিকার তৈরি ২০০ টির বেশি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যার দ্বারা ভারতের কর্মসংস্থান বাড়বে বলেও মনে করছেন তিনি। এবং এই কর্মসংস্থানে যুক্ত হওয়ার জন্য চার বছরের কলেজ ডিগ্রির কোন প্রয়োজন হবে না এমনটাই জানিয়েছেন তিনি।

 টাটা সরসের চেয়ারম্যান এন চন্দ্রশেখর এর দেওয়া তথ্য থেকে জানা যায় এর আগে এয়ার ইন্ডিয়া ফ্রান্সের এয়ার বাসের থেকে ২৫০ টি বিমান কিনবে বলে ঘোষণা করেছিল। যার মধ্যে ৪০ টি বড় বিমান থাকবে। এবং এই ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে। কিন্তু এবার এয়ার ইন্ডিয়া একটু বড় করে ভাবতে শুরু করেছে, আমেরিকা থেকে এয়ার বিমান কেনার অর্ডার দিচ্ছে ভারত, যেটি ছিল প্রায় ১৭ বছরের মধ্যে টাটা গোষ্ঠীর মালিকানায় আসার পর প্রথম অর্ডার।


একটি অনলাইন বৈঠকে চন্দ্রশেখর জানান যে বড় বিমানগুলিকে দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করার ক্ষেত্রে ব্যবহার করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে ২০০৫ সালে ১১১ টি বিয়ে বিমান কেনার ঘোষণা করেছিল যার মধ্যে ৬৮ টি ছিল বড় বিমান। এবং আর বাকি ৪৩ টি এয়ার বাস থেকে কেনা হয়। 

কিন্তু এবার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত সত্যিই ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Related News