আর্জেন্টিনা থেকে এল উপহার,মোদি ও জয়শঙ্করকে মেসির নামের জার্সি উপহার

banner

#Pravati Sangbad Digital Desk:

কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির টি-শার্ট উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুতে ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই শক্তি সপ্তাহে যোগ দিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রায়ত্ব সংস্থা ওয়াইপিএফ (YPF)-এর প্রেসিডেন্ট পাবলো গঞ্জালেজ। উদ্বোধনী ভাষণ দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জেন্টিনা দলের আকাশি নীল-সাদা রঙের ১০ নম্বর জার্সি উপহার দেন পাবলো গঞ্জালেজ। জার্সিটিতে লিওনেল মেসির নাম এবং ওয়াইপিএফ সংস্থার নামও লেখা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীও তা স্বাদরে গ্রহণ করেন। উল্লেখ্য, ৩৬ বছরের খরা কাটিয়ে গত বছর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় মেসিদের টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। খেলার প্রতি তাঁর ভালবাসা বারবারই প্রকাশ্যে এসেছে। তাই এলএম টেনের জার্সি পেয়ে খুশি প্রধানমন্ত্রী।

এদিকে, ভারত সফরে এসেছেন আর্জেন্টিনার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড্যানিয়েল ফিলমাস। তিনিও এনেছেন উপহার। বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে ছিল বৈঠক। যেখানে পরমাণু বিদ্যুত্‍, মহাকাশ বিজ্ঞান, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি-সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানেই ভারতের বিদেশমন্ত্রীকে মেসির জার্সি উপহার দেন ড্যানিয়েল। এরপরই বিদেশমন্ত্রী টুইটারে লেখেন, 'আর্জেন্টিনার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড্যানিয়েল ফিলমাসের সঙ্গে বৈঠক করে ভাল লাগল। এই বৈঠকে পরমাণু বিদ্যুত্‍, মহাকাশ বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা ও জৈবপ্রযুক্তি বিষয়ক সহযোগিতা নিয়ে নানা কথাবার্তা হয়েছে। এছাড়া বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেছি।'

তিনযুগের শাপমুক্তি ঘটিয়ে আর্জেন্টিনাকে সাধের বিশ্বকাপ এনে দিয়েছিলেন লিওনেল মেসি। ফুটবল ঈশ্বরের মহাকাব্যিক পারফরম্যান্সে মোহিত হয়েছিল গোটা বিশ্ব। এমনিতেই দুনিয়াজুড়ে মেসিভক্তের অভাব নেই। বিশ্বজয়ের পর যেন তাই মেসির সঙ্গে স্বপ্নপূরণ হয় কোটি কোটি অনুরাগীরও। এর আগে আর্জেন্টাইন মহাতারকার থেকে সই করা জার্সি পেয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এবার আর্জেন্টিনা থেকে মোদি ও জয়শংকরের জন্যও এল জার্সি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News