৩২ বার গ্র্যামি পুরস্কার জিতে নজির গড়লেন বিয়ন্সে,ফের গ্র্যামি পুরস্কৃত ভারতীয় সুরকার রিকি কেজ

banner

#Pravati Sangbad Digital Desk:

বেশি গ্র্যামি জয়ের ইতিহাস গড়লেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে। গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে চারটি গ্র্যামি জিতেছেন। এ নিয়ে মোট ৩২টি গ্র্যামি জিতলেন এই তারকা।
এর মধ্য দিয়ে জর্জ সলতির ৩১ গ্র্যামি জয়ের রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়েছেন বিয়ন্সে (Beyonce)। সব থেকে বেশি সংখ্যক গ্র্যামি বিজেতার তকমা পেলেন এই সঙ্গীততারকা। বিয়ন্সে তাঁর 'রেনেসঁ' অ্যালবামে জন্য ৩২তম গ্র্যামি জিতলেন। তাঁর একক গানের সপ্তম অ্যালবাম এটি।
শুধু বিয়ন্সে নন, এ বার গ্র্যামির মঞ্চে পুরস্কৃত ভারতীয় শিল্পী রিকি কেজও।
গ্র্যামির মঞ্চে একের পর এক নজির গড়ছেন ভারতীয় বংশোদ্ভূত রিকি কেজ। আবারও তৃতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। এবারেও গ্র্যামির মঞ্চে জয়জয়কার ভারতীয় সুরকার রিকির। বিশ্বের সেরা সঙ্গীতের মঞ্চে উড়ল ভারতের জাতীয় পতাকা। এই নিয়ে তৃতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। বেঙ্গালুরুর সুরকার রিকি কেজ একমাত্র ভারতীয়, যিনি এবছর গ্র্যামি পুরস্কার জিতে নিলেন। সেরা অডিও অ্যালবাম বিভাগে বিজেতা হয়েছেন এই ভারতীয় সুরকার।
রিকির বিখ্যাত অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর জন্য গ্র্যামি পুরস্কার পেলেন ভারতীয় সুরকার। রক লেজেন্ড স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি কেজ। এবার সেই অ্যালব্যামের হাত ধরেই তৃতীয়বার গ্র্যামি পুরস্কার জিতলেন রিকি কেজ। নিজের সোশ্যাল মিডিয়ায় পুরস্কার হাতে নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছ রিকি। এবং তার এই গ্র্যামি পুরস্কার ভারতকে উৎসর্গ করেছেন রিকি। তৃতীয় গ্র্যামি পুরস্কার জিতে ছবি শেয়ার করে রিকি লেখেন, আমি কৃতজ্ঞ, আমার তৃতীয় গ্র্যামি পুরস্কার পেয়ে। আমি এই পুরস্কার ভারতকে উৎসর্গ করছি। রিকির এই পোস্টে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

রবিবার লস অ্যাঞ্জেলেসের Crypto.com এরিনায় অনুষ্ঠিত হয়েছে গ্র্যামি। টেলিভিশন গ্র্যামি অনুষ্ঠানে আরও উপস্থাপক ছিলেন ভায়োলা ডেভিস, ফার্স্ট লেডি জিল বিডেন, ডোয়াইন জনসন, কার্ডি বি, জেমস কর্ডেন, বিলি ক্রিস্টাল, অলিভিয়া রদ্রিগো এবং শানিয়া টোয়েন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News