আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

জানুয়ারি শেষ এবার শুরু হয়ে গিয়েছে ফেব্রুয়ারি শীত প্রায় শেষের দিকেই বলা যায়, কিন্তু হঠাৎই ভোল বদল, পুরনো ঠান্ডা ফিরে আসলো রাজ্যে, এমন ভাবেই কি চলবে বাকি কয়েকটা দিন? কেমন চলছে এখন কলকাতার তাপমাত্রা? আবহাওয়া দপ্তরের সূত্রে খবর কলকাতার তাপমাত্রা নেমে এসেছে এখন ১৫ ডিগ্রি সেলসিয়াসে। যেখানে গত বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস তার পরিবর্তে আজ অর্থাৎ শুক্রবার কলকাতার তাপমাত্রা দাঁড়িয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী কয়েকটা দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম কয়েকটা দিন আবহাওয়ার এমন ওঠানামা চলতেই থাকবে ,তবে ৭-৯ ফেব্রুয়ারি তাপমাত্রা কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা থাকছে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। এতেই শেষ নয় তার পর পরই অর্থাৎ ১০-১১ ফেব্রুয়ারির মধ্যে তাপমাত্রা আবারো নিম্নগামী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কি এই ঠান্ডা গরম দোটানার হাত থেকে মুক্তি পেল রাজ্যবাসী? আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রার পারদের উঠান আমার আর কোন সম্ভাবনা নেই। জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হঠাৎই পারদ স্তম্ভ অনেকটাই নেমে গেছে এবং আগামী চার-পাঁচ দিনের মধ্যে পার্বত্য অঞ্চল অর্থাৎ সমতল তরাই এবং ডুয়ার্স অঞ্চলে পারদ স্তম্ভ নেমে যাওয়ার সাথে সাথে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রে। হালকা তুষার পাতও দেখা যেতে পারে কোথাও কোথাও। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর-পশ্চিম হাওয়া ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে তাই বাতাসে জলীয় বাষ্প ধীরে ধীরে কমতে শুরু করেছে , তাই বাতাসে জলীয় বাষ্প না থাকাই গরম আবহাওয়া একদমই নেই সেই কারণেই আবহাওয়ার এমন হঠাৎই ভোল বদল হয়েছে বলে জানিয়েছ হাওয়া অফিস।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News