বন্দে ভারত এক্সপ্রেস এরপর চালু হল বন্দে মেট্রো

banner

#Pravati Sangbad Digital Desk:

বন্দে ভারত এক্সপ্রেস এরপর ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জারি হল এক নয়া পদক্ষেপ। বিশেষত বড় বড় শহর গুলিকে যুক্ত করার জন্যই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। ইতিমধ্যেই আমরা জানি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেছে, এরপর তারই সূত্র ধরে চালু হচ্ছে বন্দে মেট্রো। বড় শহর গুলির আশেপাশে প্রচুর মানুষের বসবাস, এমনটাই জানা যাচ্ছে রেলমন্ত্রী সূত্রে। তিনি এও বলেন কাজের সময় এছাড়াও কাজের ছুটিতেও তারা যাতায়াত করতে থাকেন ট্রেন লাইনে, তাই তাদের কথা মাথায় রেখে এবং তাদের যাতায়াতের সুবিধার কথা ভেবে ২০২৩ সালের মধ্যেই চালু করা হবে বন্দে মেট্রো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা মেট্রোর নির্মাণ কার্য হতে হবে ভারতেই। তবে রেল আধিকারিক সূত্রে জানা যাচ্ছে এই মেট্রো ট্রেনে থাকবে আটটি কোচ, এবং তার নকশা হবে আমাদের পূর্ব পরিচিত মেট্রো ট্রেনের মতোই। তবে ট্রেনের গতও থাকবে যথেষ্ট বেশি এবং আরামদায়কও হবে এই বন্দে মেট্রো ট্রেন। তবে রেলমন্ত্রী জানিয়ে দেন অবশ্যই উন্নত মানের প্রযুক্তি নির্ভর হতে হবে। তবে আর অপেক্ষা কিসের, জেনে নিলেন তো বন্দে ভারত এক্সপ্রেস এরপর এবার আপনিও চড়তে চলেছেন বন্দে মেট্রো ট্রেনে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News