Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আজ বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

ভারত এবং শ্রীলংকার ম্যাচে জমজমাট হয়ে উঠতে চলেছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। অফিস টাইমেই বন্ধ শহরের একাধিক রাস্তা। সমস্যায় নিত্যযাত্রীরা। আজ, বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স ও ময়দান এলাকার সমস্ত রাস্তা। জানা গিয়েছে, নিরাপত্তার খাতিরেই আজ সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ১১টা অবধি ইডেন গার্ডেন্স ও ময়দান সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকবে।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, গোষ্ঠ পাল সরণী, ক্ষুদিরাম বসু রোড, রানি রাসমণী অ্যাভিনিউ,ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণী (রেড রোড) ,গুরু নানক সরণী (মেয়ো রোড) ও ডাফরিন রোডে গাড়ি পার্কিংয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাত্‍ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। অন্যদিকে বন্ধ থাকবে ক্ষুদিরাম বসু রোড থেকে নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণীও।

অন্যদিকে, ক্ষুদিরাম বসু রোড থেকে নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণীতেও আজ সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা অবধি সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের কারণে ইডেন সংলগ্ন রাস্তায় জননিয়ন্ত্রণ করা হবে। 

ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচের কারণে শুধু যান চলাচলেই নয়, গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, গোষ্ঠ পাল সরণী, ক্ষুদিরাম বসু রোড, রানি রাসমণী অ্যাভিনিউ,ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণী (রেড রোড) ,গুরু নানক সরণী (মেয়ো রোড) ও ডাফরিন রোডে গাড়ি পার্কিংয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে এসব সত্ত্বেও উৎসাহে কোনও কমতি নেই। যা খবর তাতে সপ্তাহমাঝের ইডেনেও অন্তত হাজার ষাটেক দর্শক হচ্ছেই। তাঁদের রাতে ফেরার জন্য আবার বাড়তি ট্রেন এবং মেট্রোর ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তার জন্য ময়দান এলাকায় মতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাকর্মী। দর্শকদের মনোরঞ্জনের জন্য ইডেনে বিশেষ লেজার শোয়ের বন্দোবস্ত থাকছে। একই সঙ্গে থাকছে পেলেকে নিয়ে এক মিনিটের তথ‌্যচিত্র।

২০১৪ সালে শেষবার ইডেনে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেট দল। আজ, ফের একবার মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ।

ইডেনের পিচ মোটামুটি তিনশো রানের। ব‌্যাটার-বোলার দু’পক্ষের জন‌্যই কিছু না-কিছু থাকবে। তবে দ্বিতীয় ইনিংসে শিশির ফ‌্যাক্টর হতে পারে। ভারত খুব সম্ভবত গুয়াহাটি ম‌্যাচের প্রথম একাদশ নিয়েই নামছে। শ্রীলঙ্কা লাহিরু কুমারাকে খেলাতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন কলকাতা
Related News