উত্তরপ্রদেশে প্রতিবাদী কৃষকদের মৃত্যুর ঘটনার স্থানে যাওয়ার পথে প্রিয়াঙ্কাকে গ্রেফতার করল পুলিশ

banner

#UP:

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে একদল বিক্ষোভকারী কৃষক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের কাফেলার মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই ঘটনাতেই আট জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনা নিয়েই দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড়। উত্তরপরদেশের ঘটনার তীব্র সমালোচনা করেছেন সদ্য ভবানীপুর উপ নির্বাচনে জয়ী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 “আমি লখিমপুর খেরির বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের কৃষকদের প্রতি BJP-র এই উদাসীনতা আমার কাছে অত্যন্ত যন্ত্রণার। আমাদের কৃষক ভাইদের প্রতি আমার গভীর সমবেদনা।আমাদের কৃষকদের প্রতি সবসময় নিঃশর্ত সমর্থন রয়েছে।” একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন লখিমপুরের খেরিতে ঘটে যাওয়া নির্মম এই ঘটনার প্রতিবাদ জানাতে তৃণমূলের ৫ জনের প্রতিনিধি দল সোমবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, লখিমপুরের খেরিতে কৃষক পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব। এই নির্মম ঘটনার তীব্র পরিতিবাদ জানাতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Priyasree

Related News