সত্যিই কি সরস্বতী পুজোর আগে কুল খেলে সরস্বতী রাগ করবেন ! জানুন আসল কাহিনী

banner

#Pravati Sangbad Digital Desk:

সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। এই দেবীকে আমরা বাণী, বীণাপাণি, বাগদেবী প্রভৃতি নামে আহ্বান করে থাকি। জ্ঞান, বিদ্যা ও সংগীত প্রভৃতি লাভের উদ্দেশ্যেই আমরা দেবী সরস্বতীর পূজা করে থাকি।বাঙালিদের আরও এক উৎসব সরস্বতী পুজো আসতে আর বেশি দেরি নেই। বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্যে এটি খুবই স্পেশাল।এই এক দিনের জন্য লেখাপড়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি পায় সকলে। আর অঞ্জলি দেওয়ার পর আসে সেই মোক্ষম সুযোগ। টোপা কুল বা নারকেল কুলের স্বাদ।বাড়ির বড়রা আগে থেকেই ছোটদের জানিয়ে রাখেন পুজোর আগে কুল খাওয়া যাবে না। সরস্বতী নইলে রাগ করবেন! আর তিনি রাগ করলে পরীক্ষায় পাশ করা বা ভালো ফল করা হয়ে উঠবে না। তা সে যে যতই মেধাবী হোক না কেন।যুগ যুগ ধরে এমন মনখারাপ করা রীতির কথাই আমরা শুনে আসছি অভিভাবকদের কাছ থেকে। খারাপ ফলাফলের ভয়ে একপ্রকার বাধ্য হয়েই সেই গতানুগতিক নিয়ম মেনে চলতে বাধ্যও হয় পড়ুয়ারা।সরস্বতীর পুজোর হপ্তাখানেক আগে থেকেই বাজারে কুল বিক্রি হতে শুরু করে। তবুও কাছে পেয়েও তাদের আপন করার উপায় থাকে না। তবে এর পিছনের আসল কারণ জানেন কি?

কৃষিপ্রধান রাজ্য বাংলা। তাই যে কোনও ফসলই প্রথমে দেবতাকে উৎসর্গ করার রীতি রয়েছে। এমনকী নতুন ধান উঠলেও তা নিয়ে উৎসব পালিত হয়। শীতেরই ফল কুল। আর সরস্বতী পুজো বা বসন্তপঞ্চমীর সময়েই কুল হয়। তাই প্রথা মেনে এই ফলটিও প্রথমে দেবতাকে উৎসর্গ করা হয়। আর এটাই প্রসাদ হিসেবে এটি ব্যবহৃত হয়।

পুজোর আগে পর্যন্ত কুল না-খাওয়ার পিছনে আবার স্বাস্থ্যগত কারণও রয়েছে। বসন্তকাল শুরু হওয়ার সময় থেকে পেটের রোগ, জ্বর, সর্দি-কাশির প্রকোপ বাড়ে। এই সময়েই কুলে পাক ধরে। তার আগে কাঁচা কুল খেলে পেট খারাপের সম্ভাবনা থাকে। কাঁচা কুলের মারাত্মক টক স্বাদ দাঁতে ব্যাথা হতে পারে।

এছাড়া লোকাচারের পেছনে শাস্ত্রেও একটি গল্প প্রচলিত আছে।পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেছিলেন। ব্যাসদেবের তপস্যা শুরুর আগে তাঁর তপস্যাস্থলের কাছে দেবী একটি কুল বীজ রেখে বলেন যে, এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, তারপর বড় গাছ হবে, সেই গাছের কুল যেদিন পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, সেই দিনই দেবী সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন।

সেই কুল বীজ থেকে বড় গাছ হয়ে, সেই গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে, তখন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তাঁর প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন।তাই এই দিনের আগে আমরা কুল খাই না। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। কিন্তু কোনও লোকাচার বা শাস্ত্রের নিয়ম তো ছোটোরা বোঝে না বা মানতে পারে না। তাই বাড়ির বড়রা তাদের এই বলে ভয় দেখান যে, সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যায় না।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News