মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে একগুচ্ছ নয়া নির্দেশিকা সংসদের

banner

#Pravati Sangbad digital Desk:

হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি। মাধ্যমিক এই পরীক্ষা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পর্ষদের তরফ থেকেও যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা মেটানো সম্ভব হয় তার জন্য তত্‍পরতা শুরু করা হয়েছে।

তবে দেখা যায় প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস অথবা টুকলি নিয়ে নানান অভিযোগ ওঠে। গত কয়েক বছর ধরেই এই সকল অভিযোগের উপর লাগাম টানার জন্য পর্ষদের তরফ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হতে হাতে এখনো বেশ কয়েকটি দিন থাকলেও ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে নয়া পদক্ষেপ নেওয়া হল।

পরীক্ষার দিনগুলিতে সেন্টার ইনচার্জ সংশ্লিষ্ট সংসদকর্মীর কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন। তাঁর সঙ্গে থাকবেন সেন্টার সেক্রেটারি ও দুজন পুলিশ আধিকারিক। এরপর সংগ্রহ করা প্রশ্নপত্রগুলি তিনি ভেন্যু সুপারভাইজার বা তাঁর মনোনীত কোনও শিক্ষক প্রতিনিধির কাছে পৌঁছে দিতে হবে।

পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে প্রশ্নপত্র পৌঁছে দিতেই হবে। পরীক্ষা শুরু হওয়ার ঠিক আধ ঘণ্টা আগে ভেন্যু সুপারভাইজাররা প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

প্রশ্নপত্রের প্যাকেট খোলার নির্দেশ দেবেন৷ এর পর ওই প্রশ্নপত্রগুলি নিরীক্ষকদের উপস্থিতিতে ভাল করে পরীক্ষা করতে হবে। এরপর প্রশ্নপত্রগুলি মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠানো খামে ঢুকিয়ে মুখবন্ধ অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নিরীক্ষকদের স্বাক্ষর করিয়ে তাঁদের হাতে তুলে দিতে হবে।

এর পরের ধাপে পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকরা প্রশ্নপত্রগুলি নিজেদের কক্ষে নিয়ে যাবেন। সংসদ জানিয়েছে, সকাল দশটার আগে কোনওভাবেই পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা চলবে না।

এর পাশাপাশি প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় অথবা টুকলি করা না হয় তার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে অন্ততপক্ষে তিনটি করে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। বিশেষ করে স্কুলে প্রবেশের মুখে এবং প্রশ্নপত্র খোলার জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক।

প্রশ্নপত্র ফাঁস অথবা টুকলি রুখে দেওয়ার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি যাতে পরীক্ষার্থীরা স্কুলের সম্পত্তি নষ্ট করতে না পারেন তার জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। এই ধরনের কোন অভিযোগ করলে যে স্কুলের ক্ষেত্রে অভিযোগ উঠবে তাদের পরীক্ষার রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। যথাযথ ক্ষতিপূরণ পাওয়ার পরই পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News