Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বছরের শেষটা বাংলাতেই কাটবে অনুব্রত মণ্ডলের ,আপাতত তাঁকে যেতে হচ্ছে না দিল্লি

banner

journalist Name : Susmita Das

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

এখনই দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে না বীরভূমের তৃণমূল নেতাকে  অনুব্রত মণ্ডলকে । দিল্লি হাইকোর্ট জানিয়েছে এখনই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট( ED)।এই মামলার আগামী শুনানি হবে সামনের বছর ৯ জানুয়ারি। তবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ED তাঁর বিরুদ্ধে কোনও প্রোডাকশন ওয়ারেন্ট জারি করতে পারবে না। ফলে আপাতত  দিল্লি যাত্রা থেকে রেহাই মিলল অনুব্রতর।

সাম্প্রতি দিল্লি যাত্রা    ঠেকাতে  রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অনুব্রত। দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের।

উল্লেখ্য, গরুপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন দাখিল করেছিল ইডি। দিল্লি যাওয়া রুখতে সিবিআই এর পরে ইডির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের।

  বুধবার   আদালতে  সেই মামলার শুনানি হয়।  সেখানে অনুব্রতর আইনজীবী বলেন, অনুব্রত রাজ্য পুলিশের হেফাজতে রয়েছেন। ফলে তাঁকে এখন হেফাজতে নিতে পারবে না ইডি।

পালটা ইডির আইনজীবী বলেন, আমাদের কাছে আদালতের প্রোডাকশন ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্ট কার্যকর করতে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে অনুব্রতকে হেফাজতে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ফলে ওয়ারেন্ট কার্যকর করা যাচ্ছে না।

দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি বলেন, যেহেতু অনুব্রত মণ্ডল অন্য একটি তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন তাই তাঁকে আপাতত হেফাজতে নিতে পারবে না ইডি। যতদিন তিনি বিচারবিভাগীয় হেফাজতে না আসছেন ততদিন প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকর করতে পারবে না ইডি। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত কোনও ওয়ারেন্ট জারিও করতে পারবে না তারা। 

 উল্লেখ্য ,আগামী শুক্রবার থেকে দিল্লি হাইকোর্টে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে। আদালত সূত্রে খবর, বিচারপতি যশমীত সিং নিজেও ছুটিতে যাচ্ছেন। অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে না। তাই শুনানির দিন কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৯ জানুয়ারি পরবর্তী শুনানি হবে। ফলে এবছর আর অনুব্রতর দিল্লি যাওয়ার কোনও সম্ভাবনা রইল না। বছরের শুরুটাও তিনি নিজ ভূমেই কাটাতে পারবেন। এর ফলে অনুব্রত অনেকটা সময় পেয়ে যাচ্ছেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News