২০২২কে ফিরে দেখা

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

হতে গোনা আর ১০ টা দিন ও অবশিষ্ট নেই।তারপর ই শেষ হয়ে যাবে একটা বছর।কালের নিয়মে সময় এগিয়ে যাবে আর ঘড়ির কাঁটা টিক টিক করে জানান দেবে এক নতুন বছরের আগমন।২০২২ এর ভালো মন্দ সব স্মৃতি নিয়েই ২০২৩ এ গিয়ে পৌঁছাবে সবাই।নতুন বছর শুরু হবে নতুন শপথ,নতুন ইচ্ছা ,নতুন স্বপ্ন ,নতুন ভাবনা নিয়ে।

ফুরিয়ে যাওয়া ২০২২ এর দিকে ফিরে তাকালে মনে পড়বে হাজারো ঘটনা,স্মৃতি ,মানুষজন এর কথা।আবার কিছু এমন মানুষদের কথা যাদের জীবনের ডায়েরি এর শেষ পাতা লেখা হয়ে গিয়েছে ২০২২ এই।এই বছরে আমরা বহু জনপ্রিয় তারকাদের হারিয়েছি।চোখ রাখুন সেই তালিকায়।-

° লতা মঙ্গেশকর - লতা মঙ্গেশকর হলেন একজন বিখ্যাত ভারতীয় প্লেব্যাক সিঙ্গার।তিনি ছিলেন একজন গান রচয়িতা ও।হিন্দি,বাংলা সহ একাধিক ভাষায় তিনি গান গেয়েছেন।তাকে ' নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া ' বলেও সম্মোধন করা। হয়েছে।২০২২ সালের ৬ ই ফেব্রুয়ারি ,৯২ বছর বয়সে মাল্টিপল অর্গান ডিসফাংশন রোগে এই কিংবদন্তি এর মৃত্যু হয়।

° বাপ্পী লাহিড়ী - বাপ্পী অপরেশ লাহিড়ী ছিলেন একজন ভারতীয় সিঙ্গার,কম্পোজার ও রেডিও প্রোডিউসার।তিনি মূলত ' বাপি দা ' নামেই পরিচিত।ভারতীয় সঙ্গীত এর দুনিয়ায় তিনি ডিসকো মিউজিক কে জনপ্রিয় করে তোলেন।বাংলা,হিন্দি ,তেলেগু ও কন্নড় ভাষায় বহু গান গেয়েছেন।২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি অ্যাপনিয়া রোগে মারা যান তিনি।

° পণ্ডিত বিরজু মহারাজ - পণ্ডিত বিরজু মহারাজ হলেন একজন অতি জনপ্রিয় ভারতীয় কত্থক নৃত্যশিল্পী।তিনি ।এছাড়াও তিনি একজন গায়ক ও মিউজিক কম্পোজার ও ছিলেন।তার পূর্বপুরুষেরা সবাই কত্থক নাচের সঙ্গে যুক্ত ছিলেন।তিনি লখনউ এর ' কালকা - বিন্দাদিন ' ঘরানা এর সদস্য ও ছিলেন।২০২২ সালের ১৬ জানুয়ারি ৮৫ বছর বয়সে হার্ট অ্যাটাক এর দরুন তার মৃত্যু হয়।

° কে কে - কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় প্লে ব্যাক সিঙ্গার।তিনি হিন্দি,বাংলা,তামিল ,তেলেগু,কন্নড়,মালায়ালাম, গুজরাতি সহ একাধিক ভাষায় গান। গেয়েছেন ।২০২২ সালের ৩১ এ মে কলকাতার নজরুল মঞ্চে কে কে এর একটি লাইভ শো এর আয়োজন করা হয় গুরুদাস কলেজের পক্ষ থেকে।ইভেন্ট শেষ করে হোটেল ফেরার পথে তার হার্ট এ্যাটাক হয় ও ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইন্টিটিউট এ নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

° সন্ধ্যা মুখপাধ্যায় - গীতশ্রী সন্ধ্যা মুখপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি প্লেব্যাক ভোকালিস্ট ও গিটারিস্ট।১৯৭০ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে ' জয় জয়ন্তী ' ও ' নিশি পদ্ম ' সিনেমা তে তার পারফরম্যান্স এর জন্য ।সন্ধ্যা দেবী করোনা আক্রান্ত হন।শ্বাসকষ্টের সমস্যা তে ভুগে ২০২২ এর ১৫ ফেব্রুয়ারি তিনি না ফেরার দেশে পাড়ি দেন।

° রাজু শ্রীবাস্তব - রাজু শ্রীবাস্তব হলেন একজন বিখ্যাত ভারতীয় কমেডিয়ান,অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।তার জন্ম হয় উত্তর প্রদেশের কানপুরে।তারপর কর্মসূত্রে মুম্বাই চলে আসেন তিনি।তাকে ' দা কিং অফ কমেডি ' এর তকমা ও দেওয়া হয়।তিনি বিভিন্ন লাইভ শো তে স্ট্যান্ড আপ কমেডি করতেন ।২০২২ সালের ১০ এ আগষ্ট জিম সেন্টার এ ট্রেডমিল এ শরীরচর্চা করার সময় তার হার্ট এ্যাটাক হয় ও তাকে ভেন্টিলেশনে রাখা হয়।২১ এ সেপ্টেম্বর তিনি মারা যান।

তাদের জীবনের ইতি ঘটে গেলেও স্মৃতিগুলো মুছে যায়না।তাদের অবদান ভোলার নয়।।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal