Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

শিয়ালদহ স্টেশন থেকে চললো আর্জেন্টিনা লোকাল

banner

journalist Name : Srimita Sasmal

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

' সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল '।দেশ বিশ্বকাপ এ না থাকলেও এই দেশের মানুষদের বিশ্বকাপ নিয়ে উৎসাহের একটুও খামতি নেই।বিশেষ করে কলকাতা তে ফুটবলের মরশুমে এক আলাদা চিত্র ধরা পড়েছে।পুরো শহর ভরে গিয়েছে ব্রাজিল,আর্জেন্টিনা এর পতাকায়।চা এর দোকানে,ক্লাব এ চলছে ভিন্ন দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি,দ্বন্দ্ব।কোন দেশ জিতবে তাই নিয়ে। রাত জেগে পাড়ার মোড়ে বড়ো স্ক্রিন এ খেলা দেখে আর গোল হলেই উল্লাসে ফেটে পড়া ।এভাবেই কাটলো ২০২২ এর ফুটবল বিশ্বকাপ।তাই কলকাতা কে অনায়াসেই ভারতের ফুটবলের রাজধানী বলা চলে।

গতকাল ছিল ফ্রান্স বনাম আর্জেন্টিনা এর ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচ।আর এই নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে উচ্ছাস এর খামতি নেই।নানান পোস্ট এ ভরে উঠেছে সোশাল মিডিয়া।আর্জেন্টিনা এর ফাইনাল এ ওঠা নিয়ে নানান পোস্ট।আর্জেন্টিনা এর নীল সাদা জার্সি তাদের আলাদা পরিচায়ক হয়ে উঠেছে।আর্জেন্টিনা এর ভক্তরা এস বি আই ব্যাংক এর নীল সাদা পাসবই কেও তাদের দলের প্রতীকী মেনে নানান পোস্ট করেছে। এমতাবস্থায় সোশাল মিডিয়া তে আরো একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে।যেখানে দেখা যাচ্ছে ,একটি নীল সাদা রঙের ট্রেন শিয়ালদহ স্টেশন এর দিকে আসছে।আর এই ভিডিও পোস্ট করে আর্জেন্টিনা ভক্তরা ক্যাপশন এ লিখেছেন," ভারতীয় রেল পরিচালিত শিয়ালদহ টু আর্জেন্টিনা লোকাল।" নিমেষেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও।
তাহলে কি সত্যি ই এমন কোনো ট্রেন চালু হয়েছে? নাকি অন্য কিছু? ভারতীয় রেল কর্ত্রীপক্ষ কি তাহলে সোজাসুজি আর্জেন্টিনা এর পক্ষ নিচ্ছে?জেনে নিন আসল সত্য ।

আসলে,বিশ্বকাপ এর জন্য কোনো অতিরিক্ত ট্রেন চালাচ্ছে না ভারতীয় রেল।এই নীল সাদা রঙের ট্রেন টির নাম ' চেতনা '। অবশ্য এই ট্রেন টি বর্তমানে চলেনা। বেশ কিছু বছর আগেই এই ট্রেন চলাচল বন্ধ হয়েছে।মূলত এই ট্রেন টি চালানো হতো টিকিট বিহীন যাত্রীদের পাকড়াও করার জন্য।মানুষজন কে টিকিট কাটার জন্য উৎসাহিত করার জন্য এবং যারা টিকিট না কেটে ট্রেন এ সফর করছেন তাদের শাস্তি দেওয়ার জন্য।তবে এই ট্রেন এখন চালু নেই
কিন্তু এইসব কথাতে বিশ্বাস করতে নারাজ আর্জেন্টিনা ভক্তরা।তারা মনে করেছেন এটি আর্জেন্টিনা যাওয়ার ট্রেন।
গতকাল ৩৬ বছর অপেক্ষার পর আর্জেন্টিনা এর কালজয়ী বিশ্বকাপ জয় দলের অনুরাগীদের আনন্দ কে আলাদা মাত্রা দিয়েছে।উচ্ছাসে ফেটে পড়েছেন অনুরাগীরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল সোশ্যাল মিডিয়া
Related News