আজ বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক, উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে পারেনি। তবে এর মধ্যেই রাজ্যের গেরুয়া শিবিরের সাথে বৈঠকে বসছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। গেরুয়া শিবির সূত্রে খবর, আজ সন্ধ্যে বেলায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকারের দিল্লির বাড়িতে রাজ্য বিজেপি নেতাদের সাথে বৈঠকে বসবেন কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্যের সাংগঠনিক অবস্থা, গোষ্ঠী দ্বন্দ্ব, নেতৃত্বের সক্রিয়তা এই সব নিয়েই আলোচনা হতে পারে। সেই সাথে কোন নেতা কতটা সক্রিয় সেই দিকটাও খতিয়ে দেখা হবে।

আরও জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কারণ রাজ্যে পদ্ম ফোটাতে যে তাঁর সাহায্য লাগবে সেটা বেশ স্পষ্ট বুঝতে পারছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সাংগঠনিক দায়িত্ব থাকা সুশীল বনশলসহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে আজ সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে সকলকে সুভাষ সরকারের দিল্লির বাড়িতে হাজির থাকতে বলা হয়েছে, মনে করা হচ্ছে ঠিক রাত আটটার সময় শুরু হতে পারে বৈঠক।

অন্যদিকে সম্প্রতি রাজ্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন বিহারের উপমূখ্যমন্ত্রী তেজস্বী যাদব, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News