বছরের শুরুতেই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগেই মেলার প্রস্তুতি শেষ করার নির্দেশ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা, তার প্রস্তুতি খতিয়ে দেখতেই আগামী ৪ই জানুয়ারি গঙ্গাসাগর যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই কারণে ইতিমধ্যেই মেলার দায়িত্বপ্রাপ্ত সমস্ত দফতরের আধিকারিকদের মেলার প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।  আগামী ৮ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলার, চলবে ১৫ই জানুয়ারি পর্যন্ত। তার জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার।

অন্যদিকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর গিয়ে দু’দিন থাকবেন সেখানে, সেই কারণে জনস্বাস্থ্য কারিগরি দফতরের অথিতিশালা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। সুত্রের খবর, মুখ্যমন্ত্রী সফরে গিয়ে যেন কোন ত্রুটি না দেখতে পান সেই প্রস্তুতি নিতে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে। উল্লেখ্য, চলতি বছর কুম্ভ মেলা হচ্ছে না। ঠিক সেই কারণে এই বছর গঙ্গাসাগর মেলায় প্রায় ৫০ লক্ষের কাছাকাছি মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন মেলার দায়িত্বে থাকা আধিকারিকরা।

প্রসঙ্গত, প্রতি বছর মেলা শুরুর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মেলার সমস্ত কিছু তদারকি করেন, সেই সাথে খতিয়ে দেখেন যাবতীয় ব্যবস্থা। অন্যদিকে তিনি কপিল মুনির আশ্রমে গিয়ে পুজো দেন। এই বছরেও তার অন্যথা হবে না বলেই জানতে পারা গিয়েছে। তবে সম্প্রতি রাজ্যে মাথা চারা দিয়েছে কোভিড, সেই দিকটাও নজরে রাখছে রাজ্য সরকার। পাশাপাশি মেলা সংলগ্ন সমস্ত হাসপাতালকে সক্রিয়া থাকার কথা জানানো হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উৎসব
Related News