Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পেঁয়াজের তেলেই হবে চুলের নানা সমস্যাই সমাধান

banner

journalist Name : Susmita Das

#Pravati sangbad Digital Desk:

চুলের যত্ন নেওয়ার জন্য নানা পদ্ধতির সাহায্য নেন। কখনও দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন, আবার কখনও ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে চুলের যত্ন নেন। আমাদের  মধ্যে অনেকেই চুল পড়ার  সমস্যায় ভুগছি। চুল পাতলা হয়ে যাচ্ছে।চুল উঠে উঠে  যেন মাথায় টাক পড়ে যাচ্ছে। এক্ষেত্রে পেঁয়াজের রস যে চুলের জন্য খুবই ভালো, তা আর নতুন করে বলে দেওয়ার কোনও প্রয়োজন নেই।আমরা সবাই পেঁয়াজের এই ব্যবহার জানি। আর একই কারণে নানা হেয়ার প্রোডাক্টে পেঁয়াজের রস ব্যবহার করা হয়।পেঁয়াজের তেলও  আমাদের  চুলের জন্য খুবই উপকারী। গবেষণাতেও পাওয়া গিয়েছে সেই প্রমাণ।

 উল্লেখ্য ,২০০২ সালে একটি গবেষণা করা হয় (Onion Juice Allium cepa L., A New Topical Treatment for Alopecia Areata)। গবেষণা পত্রে এই বিষয়েই আলোকপাত করা হয়। একটি গ্রুপের উপর এই পরীক্ষা চালানো হয়। ওই গ্রুপের সদস্যরা তাঁদের চুলে পেঁয়াজের রস লাগাতেন নিয়মিত।প্রতিদিনই তাঁরা নিয়ম মেনে এই কাজ করতেন। সেই সদস্যদের চুল তাড়াতাড়ি লম্বা হয়েছে। নারী ও পুরুষ উভয়ের উপরেই পরীক্ষা চালানো হয়। প্রত্যেকেই কিন্তু উপকার পেয়েছেন।

 তাহলে এবার জেনে নিন বাড়িতেই কীভাবে বানিয়ে নেবেন পেঁয়াজের তেল:

পেঁয়াজের তেল তৈরি করতে মাত্র তিনটি জিনিস লাগবে, ৩০০ মিলি নারকেল তেল, একটি কাটা পেঁয়াজ এবং এক কাপ কারি পাতা। 

প্রথমে পেঁয়াজ  কেটে নিন । এতে কারি পাতা যোগ করুন এবং একটি মিক্সারে উভয় জিনিসই ভালো করে ব্লেন্ড করুন। আপনি চাইলে আলাদা করে ব্লেন্ড করতে পারেন তবে এর জন্য আপনাকে একেবারেই জল ব্যবহার করতে হবে না। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে নারকেল তেল দিন । এর পর ব্লেন্ড করা পেঁয়াজ এবং কারি পাতাও দিন। এই তেলটি উচ্চ আঁচে গরম করুন এবং এটি ফুটে যাওয়া পর্যন্ত রান্না করুন।এর পরে, আঁচ কমিয়ে দিন এবং প্রায় ১০ মিনিটের জন্য রান্না করতে দিন । তারপর গ্যাস বন্ধ করুন। দেখবেন তেল কালো হয়ে গেছে। প্রায় ৮ থেকে ১০ ঘন্টা এভাবে রেখে দিন। এরপর ছাকনির সাহায্যে ছেঁকে বোতলে ভরে নিন। পেঁয়াজের তেল প্রস্তুত। সপ্তাহে অন্তত দুবার এটি ব্যবহার করুন। তেলটি মাথার স্ক্যাল্পে ও চুলে লাগান।

চুলে পেঁয়াজ লাগালে যে সব উপকার পাবেন-

•পেঁয়াজ আমাদের ছত্রাক-ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। সেই সঙ্গে যে কোনও সংক্রমণ থেকেও মুক্তি দেয়।

•এছাড়াও যাঁদের চুল পাতলা তাঁদের জন্যও কিন্তু এই পেঁয়াজের রস খুবই ভাল। চুলকে ভেঙে যাওয়ার হাত থেকে আটকায়।  এছাড়া  মাথার চুলকে প্রয়োজনীয় পুষ্টি দেয় পেঁয়াজের রস।

•অনেকেরই কম বয়সে তুল পেকে যায়। অকালপক্কতা রোধ করতেও খুব ভাল কাজ করে পেঁয়াজের রস।

•উকুন বা খুশকির সমস্যার সমাধানে  নিয়ম মেনে চুলের গোড়ায় লাগান পেঁয়াজের রস। পেঁয়াজের এই ঝাঁঝালো গন্ধের জন্যই কিন্তু তাড়াতাড়ি উকুন দূর হবে।

•মাথার ত্বক পরিষ্কার রাখতে, চুলের ভলিউম বাড়াতে কিন্তু পেঁয়াজের রসের জুড়ি মেলা ভার।

•পেঁয়াজের রস রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুলের বৃদ্ধিও ভাল হয়।

তবে যাঁদের ত্বকে সমস্যা রয়েছে বা অল্পেই অ্যালার্জি হয় তাঁরা কিন্তু ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। কারণ পেঁয়াজের রস লাগালে জ্বালা করতেই পারে। এই জ্বালাভাব এড়ানোর জন্য এর সঙ্গে কিছুটা অ্যালোভেরা জেল মিশিয়েও ব্যবহার করতে পারেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা রূপচর্চা স্বাস্থ্য
Related News