Flash News
Monday, September 22, 2025

বিয়ের গয়না নতুনের মতন করে রাখতে জেনে নিন কিছু সহজ উপায়

banner

journalist Name : Papri Chakraborty

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

গয়নাকে বলা হয় 'স্ত্রীধন'। গয়না বড়ো শৌখিন জিনিস। প্রায় সকল মহিলারাই গয়না ভালোবেসে থাকেন। সোনা ,হিরের গয়না নজর কাড়ে সকলের। তবে হীরের গয়না যত্ন করার কিছু নিয়ম আছে। হীরের গয়না রাখতে গেলে একটি বাটার পেপার ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি বাটার পেপার না থাকে তাহলে টিস্যু পেপারেও গয়না মুড়ে রাখা যেতে পারে।

যে কোনও মানুষের কাছে বিয়ে একটি বিশেষ ব্যপার। বিয়ের সাজ, পোশাক—সব কিছুর সাথে মিশে থাকে মানুষের আনন্দ, প্রত্যাশা। সকলেই চেষ্টা করেন নিজের সেরাটুকু দিয়ে তাঁদের মেয়েকে সাজাতে সেই বিশেষ দিনটিতে। আর এই সাজানোর এক বড়ো অংশ হয়ে থাকে সোনার হয়না বা হীরের গয়না।

কিন্তু অনেকেই আছেন যাঁরা ওই সব দামি শাড়ি, ভারি গয়না পরবর্তীকালে খুব একটা পড়েন না। অনেকে স্মৃতি হিসেবে যত্ন করে তুলে রাখেন। সোনার গয়নার ঔজ্জ্বল্য কমতে থাকে ধীরে ধীরে। কিন্তু একটু সচেতন ভাবে রাখতে পারলেই বিয়ের গয়না নতুনের মতো থাকে।
 কিভাবে বিয়ের গয়নার যত্ন নিতে হয় তা জেনে নেওয়া যাক —

১. মলমলের কাপড় :
গয়নার সঠিক যত্ন না নিলে তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই যে কোনো গয়না এক টুকরো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। কাপড়টি মলমলের হলে ভালো। ফলে গয়নাগুলি বছরের পর বছর ধরে নতুনের মতো থাকবে।

২. গয়নার বাক্স :
বিয়ের গয়নার যত্ন নিতে হলে সব গয়না পরিষ্কার করে বাক্সে রেখে দেওয়া দরকার। কিন্তু বাক্সের ভিতর জোর করে অনেক গয়না ঢুকিয়ে না দেওয়াই ভালো। বাক্সের আকার অনুযায়ী গয়না রাখতে হবে যত্ন করে।

৩. বাটার পেপার :
হীরের গয়না যত্ন করে রাখতে গেলে একটি বাটার পেপার ব্যবহার করা ভালো। যদি বাটার পেপার না থাকে তা হলে একটি টিস্যু পেপারেও গয়না মুড়ে রাখা যেতে পারে।

গয়না ব্যবহার করার সময় কিছু সতর্কতা জেনে  রাখা দরকার। যেমন -

১. গয়নায় যাতে জল না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
২. সুগন্ধি বা বডি স্প্রে থেকে তো গয়নাকে দূরে রাখতে হবে। কারণ সুগন্ধিতে উপস্থিত রাসায়নিক গয়নার ধাতুকে বিবর্ণ করে দেয়।
৩. সপ্তাহে অন্তত দু - একবার গয়না পরিষ্কার করে নিতে হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব উপায়
Related News