Flash News
Monday, September 22, 2025

মোবাইল ফোনে জল ঢুকলে যা করবেন

banner

journalist Name : Aparna Dutta

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

নানা সময় আমাদের ফোন টা একটু আধটু ভিজে যায়। তবে ফোন টা যখন অনেকটা জলে পড়েযায় তখন মাথায় হাত পরে যায়। মোবাইল ফোন জলে পড়লে কী করবেন ? নিশ্চই জানেন ২জি ফিচার ফোনের জমানা শেষের পথে। ৩-জির জমানা ছাড়িয়ে সকলের হাতে এসে গিয়েছে ৪জি নতুন ফিচার স্মার্টফোন। এক ক্লিকেই গোটা দুনিয়া হাতের মুঠোয় চলে আসছে। তবে কী হবে যদি আপনার স্মার্টফোন হঠাৎ জলে পড়ে যায় ? হয়তো ভুলবশত জলে পড়ে যেতেই পারে অথবা রাস্তায় চলতে চলতে অন্য মনস্ক ভাবে হাত ফসকে জলে পড়ে যেতে পারে।

স্মার্টফোন জলে পড়ে গেলে যত দ্রুত সম্ভব সেখান থেকে তুলে ফোনটি একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছুন ও সুইচ অফ করে রাখুন। জল মোছার পর বাড়িতে টিনে বা বস্তায় চালের মধ্যে ফোনটিকে কিছুক্ষণ রাখুন। বা সিলিকা জেল থাকলেও ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে একটুও জল থাকলে তা শুকিয়ে যায়। 

কোনও হেডফোন বা ইউএসবি লাগানো থাকলে অবশ্যই খুলে রাখুন। পারলে ফোনটি একটি শুকনো তোয়ালেতে জড়িয়ে রাখুন। সেক্ষেত্রে অতিরিক্ত জল তোয়ালেটি টেনে নেবে এবার একটি বড় পাত্রে বেশ খানিকটা শুকনো চাল রেখে তার মধ্যে মোবাইল ফোনের অংশগুলো রেখে দিন এবং চাল চাপা দিয়ে দিন। এভাবে অন্তত ১২ থেকে ১৪ ঘন্টা রেখে দিন।

এরপরে সূর্যের আলোয় মোবাইল রেখে দিন। চালের সাহায্যে ভেজা ভাব চলে গেলেও সূর্যের আলোয় মোবাইল ফোন আরও একবার শুকিয়ে নেওয়া ভাল। তবে সরাসরি রোদ লাগে এমন জায়গায় রাখবেন না।


এরপর সুইচ অন করুন ও সেই অবস্থাতেই চার্জ হতে দিন। দেখুন ফোন চার্জ হচ্ছে কি না। চার্জ না হলে বুঝবেন ব্যাটারি বদলাতে হবে। আর ফোন অন না হলে বুঝতে হবে ডিসপ্লেটাই গিয়েছে। সেক্ষেত্রে মোবাইল ঠিক করতে দেওয়া ছাড়া কোনও উপায় নেই। 

ভেজা চুল শুকোতে বাড়িতে যে হেয়ার-ড্রায়ার থাকে, সেটা ভুলেও যেন ফোনের ভিতর জল ঢুকে গেলে শুকোনোর জন্য ব্যবহার করবেন না। কারণ, হেয়ার-ড্রায়ার থেকে যে গরম হাওয়া বেরোয়, তা আপনার ফোনের ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। অনেকে ফোনটি ওভেনের পাশে রেখেও শুকোনোর চেষ্টা করেন। এই প্রবণতাও কিন্তু বিপজ্জনক।

ফোন ফিরে না পেলেও অনেকের কাছে ওই ফোনে সংরক্ষিত ডেটা খুবই গুরুত্বপূর্ণ হয়। তাই ফোনটি অবিলম্বে জল থেকে তুলে ‘অন’ করতে পারলেই আগে ডেটা ‘ব্যাক-আপ’ নিয়ে রাখুন। হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি, ব্যাঙ্কিং তথ্য, কন্ট্যাক্টস-সব কিছুরই ব্যাক-আপ আগে থেকে নিয়ে রাখা সম্ভব।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল সোশ্যাল মিডিয়া
Related News