Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

বিয়েতে বারবার বাধা ?তার কারণ হতে পারে বাস্তু দোষ ,জেনে নিন সমাধান

banner

journalist Name : Susmita Das

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

হিন্দুশাস্ত্র অনুযায়ী, বিবাহ অনুষ্ঠানকে অত্যন্ত পবিত্র হিসেবে মানা হয়। বিবাহ মানে দুটি আত্মার পবিত্র মিলন। বিবাহ কেবলমাত্র দুজন মানুষকেই একত্রিত করে না, বরং দুজনের পরিবারের সদস্যদেরও ঐক্যবদ্ধ করে। ভারতীয়রা বিশ্বাস করে যে, কোনও শুভ তারিখ ও শুভ ক্ষণে বিয়ে করলে তা দম্পতির জীবনে সুখ বয়ে নিয়ে আসে।তবে অনেক সময় দেখা যায়, বাড়িতে বিয়ের জন্য উপযুক্ত ছেলে-মেয়ে রয়েছে, কিন্তু শত চেষ্টার পরেও তাদের কিছুতেই বিয়ে দেওয়া যাচ্ছে না। নানা কারণ বশত বিয়েতে বাধার সৃষ্টি হচ্ছে। ফলে এনিয়ে পরিবারের প্রত্যেকের চিন্তার শেষ নেই। আর, কোনও কারণ বশত যদি বিবাহের মতো শুভ কাজে বারবার বাধা আসতে থাকে তবে তা অত্যন্ত অমঙ্গল হিসেবে বিবেচনা করে ভারতীয় সমাজ। তাই, বিবাহে বাধা পড়লে সেক্ষেত্রে একবার বাস্তুর কথা ভেবে দেখা উচিত। কারণ শাস্ত্র মতে, বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, তাহলে অনেক সময় বিবাহে বিলম্ব হয়। তবে এক্ষেত্রে যদি সহজ কিছু উপায় বাড়িতেই মেনে চলা হয়, তাহলে বিয়ের বাধা সহজেই কাটিয়ে ফেলা যায়।
• বিবাহযোগ্য ছেলে বা মেয়েদের ঘরে ভুল দিক নির্দেশনার কারণেও বিবাহ বিলম্বিত হতে পারে। অতএব, যদি আপনার ছেলে বা মেয়ে বিবাহের যোগ্য হয়ে থাকে, তবে তাদের ঘর উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত এবং তাদের উত্তর-পশ্চিম দিকে ঘুমানো উচিত। ঘর পশ্চিম কোণে না থাকলে উত্তর দিকে মুখ করে ঘুমাতে হবে।

• বাড়ির দক্ষিণ বা পশ্চিম কোণে কোনও ভাবেই কোনও রকম জলাশয় রাখা যাবে না। এর ফলে বিয়েতে বাধা আসবেই।

• অবিবাহিত মেয়েদের ঘরের দরজা যদি দক্ষিণ-পশ্চিম দিকে হয় তা হলে বিবাহ যোগ্য পাত্র পাওয়া খুব সমস্যার হয়ে দাঁড়ায়।

• রঙ একজন ব্যক্তির জীবনকেও প্রভাবিত করে। বাস্তু শাস্ত্র অনুসারে, বিবাহযোগ্য ছেলে বা মেয়ের ঘরের রঙ হালকা গোলাপী হওয়া উচিত। অথবা রঙ এমন হতে হবে যাতে চোখ না লাগে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে আপনার বিবাহযোগ্য ছেলে মেয়ের ঘরের রঙ যেন খুব বেশি গাঢ়, বাদামী, নীল বা কালো যেন না হয়। এর বদলে হালকা কোনও রঙ বেছে নিন।
•যে যুবক বা যুবতীর বিয়েতে দেরী হচ্ছে, তাঁরা নিজের  শোবার কক্ষে  ম্যান্ডারিন হাঁসের মূর্তি রাখুন। এর প্রভাবে তাড়াতাড়ি বিয়ে হবে এবং জীবনসঙ্গীর ভালোবাসাও লাভ করবেন।

•যে ব্যক্তির বিবাহে বাধা সৃষ্টি হচ্ছে, তাঁদের  শোবার কক্ষে  দক্ষিণ -পশ্চিম দিকে ছুরি, কাঁচি বা কোনও তীক্ষ্ণ বস্তু রাখা উচিত নয়।

•বিবাহে ইচ্ছুক জাতক, জাতিকারা নিজের   শোবার কক্ষের দেওয়ালে রাধা-কৃষ্ণ, শিব-পার্বতী বা কোনও দম্পতির ছবি লাগাতে পারেন। এর ফলে শীঘ্র বিবাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

•দেওয়াল ঘড়ি ভুল করেও দক্ষিণের দেওয়ালে লাগাবেন না। উত্তরের দেওয়ালে লাগাতে পারেন।  শোবার   কক্ষে  ড্রেসিং টেবিল রাখবেন না।
 •বেডরুম বেছে নেওয়ার ক্ষেত্রে আরও কতগুলি বিষয় খেয়ালে রাখবেন। বেডরুমটা যেনও চতুর্ভুজ বা আয়তক্ষেত্র আকারের হয়। নতুবা এড়িয়ে যান।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল সামাজিক
Related News