Flash News
Monday, September 22, 2025

আজ থেকেই নিয়ম মেনে লিপস্টিক ব্যবহার করুন

banner

journalist Name : Aparna Dutta

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

সাজগোজ মেয়েদের একপ্রকার অবিচ্ছেদ্য অংশ বলা যায়। লিপস্টিক বলতে এক সময় লালের শেডগুলোই এগিয়ে থাকত। ঠোঁট যাতে কালো হয়ে না যায় সেজন্য আপনাকেই যত্নশীল হতে হবে।নিয়মিত বাড়ি ফিরে ঠোঁট পরিষ্কার করুন এবং লিপস্টিকের সর্বশেষ চিহ্নটুকুও মুছে ফেলুন যত্ন নিয়ে। ঠোঁটের আর্দ্রতায় কোনো ঘাটতি যেন না পড়ে, সে বিষয়ে যত্নবান হতে হবে। সারাদিনে যতবার মুখ ধুচ্ছেন বা কুলকুচি করছেন, ততবার মুখ-ঠোঁট মুছে প্রথমে লিপ বাম লাগান, তার পর লিপস্টিক টাচ আপ করুন।গায়ের রং যেমনই হোক, এই রংই ব্যবহার করা হতো। অবশ্য লাল এমন একটি রং, যা কখনোই পুরোনো হয় না। যেকোনো বয়সে, যে কেউ এ রং ব্যবহার করতে পারেন। তবে বিশেষজ্ঞ মতামত, গায়ের রঙের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের রং বেছে নেওয়া বাধ্যতামূলক। কারণ লিপস্টিকের সঠিক রং যতটা সুন্দর করে তুলবে আপনাকে, বেঠিক রং ব্যবহারে ততটাই অসুন্দর লাগবে। 

ঠোঁট যদি রুক্ষ শুষ্ক হয় তাতে লিপস্টিক লাগালে ভীষণ খারাপ দেখতে লাগে। তাই ঠোঁট মসৃণ করে নিতে হবে আগে।

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে, ভালো করে টোনার দিয়ে প্রথমে ঠোঁট পরিষ্কার করে নিন।
এরপর বিশুদ্ধ নারকেল তেল এক চা চামচ হালকা গরম করে ঠোঁটে ভালো ভাবে লাগিয়ে ঘুমিয়ে পরুন।
সকালে উঠে ঠাণ্ডা জল দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন।
এই এক সপ্তাহ রোজ এটি করুন। স্মুদ ও গ্লসি ঠোঁটের মালকিন হবেন আপনি।
পছন্দের লিপস্টিক ঠোটে থাকুক ঘন্টার পর ঘন্টা।
প্রথমে গোলাপজল দিয়ে ঠোঁট পরিষ্কার করে ৫ মিনিট অপেক্ষা করুন।

লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপ বাম লাগান। লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপবাম লাগালে ঠোঁটে পুরোপুরি সেট হয়ে যায়। এতে লিপস্টিক পরলে স্মাজ করে না। লিপস্টিক ব্যবহারের আগে লিপবাম ব্যবহার করলে ঠোঁট হাইড্রেট থাকে। ম্যাট লিপস্টিক ব্যবহার করুন, এতে স্মাজ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। অনেকেই মনে করেন যে ম্যাট লিপস্টিক ঠোঁটকে শুষ্ক করে দেয়। তাই লিপবাম ব্যবহার করা আবশ্যক।

সিলিকন আছে এমন লিপস্টিক লাগান। এই ধরনের লিপস্টিক সহজে ওঠে না। লিপস্টিক কেনার আগে তাতে কী কী উপাদান আছে তা জেনে নিন। এই ধরনের লিপস্টিক সহজে ওঠে না। সঠিক মানের লিপস্টিক ব্যবহার করলে তা দীর্ঘক্ষণ থাকে। আর কেনার সময় দেখে নেবেন তা আপনার ঠোঁটের জন্য উপযুক্ত কী না। 

লিপস্টিক লাগানোর পর ব্লটিং পেপার ব্যবহার করুন। এতে দাঁতে লিপস্টিক লাগার সমস্যা থেকেও মুক্তি পাবেন। তেমনই মুক্তি পাবেন। লিপস্টিক লাগানোর পর একটি ব্লটিং পেপার নিয়ে দুটো ঠোঁটের মাঝে রাখুন। হালকা করে ঠোঁট চিপে ধরুন। তারপর তা বের করে নিন। এবার লিপস্টিকের ওপর ব্লটিং পেপারের সাহায্যে হালকা করে মুছে নিন। এতে লিপস্টিকের বাড়তি অংশ উঠে যাবে। ফলে তা সহজে ঘেঁয়ে যাবে না এবং উঠেও যাবে না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়া
Related News