Flash News
  1. এবার বইমেলায় নেই আমেরিকা ! তবে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন
Wednesday, January 21, 2026

“তৃণমূলের ক্ষতি কেউ করতে পারবে না”, আলিপুর আদালত চত্বরেই সুর চড়ালনে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

একটা সময় শাসক দলের সতীর্থ ছিলেন, ছিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড কিন্তু বর্তমানে দল তো দূরের কথা নিজের বাড়িতেও ঠাই হয়নি তাঁর। তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলের বন্দি। তাঁর মাথায় খাঁড়ার ঘায়ের মতো ঝুলছে রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। কেন্দ্রীয় সংস্থার দাবি হিসাবে, তিনিই দুর্নীতির অন্যতম প্রধান মাথা। আজ সপ্তাহের শুরুর দিনেই তাঁকে পেশ করা হয়েছিল আলিপুর আদালতে।

 গাড়ি থেকে নামতে দেখেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন  তিনি, তাঁকে জিজ্ঞেস করা হয় ‘ডিসেম্বরের ডেড লাইন সম্পর্কে’। খানিকটা বিরক্তি নিয়েই তিনি বলেন, “তৃণমূলের ক্ষতি কেউ করতে পারবে না”, খানিকটা আত্মবিশ্বাসীও বলা চলে। এর আগেও একাধিকবার তাঁর উত্তরে বোঝা গিয়েছে তৃণমূলে তাঁর জায়গা না হলেও তাঁর মনে এখনও জায়গা করে আছে তৃণমূল কংগ্রেস।


 উল্লেখ্য, বর্তমানে বিরোধী টার্গেটে জেরবার রাজ্য রাজনীতি। বেশ কিছু দিন ধরেই ডিসেম্বরের প্রসঙ্গ সামনে উঠে আসছিল। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখে রাজ্যে ধামাকা হবে”। হিসাব বলছে আজ সেই ধামাকার প্রথম দিন। তবে তৃণমূলের ক্ষতি যে কেউ করতে পারবে না সেটা আবারও স্পষ্ট করে দিলেন দলের প্রাক্তন মহাসচিব।

 শুভেন্দু অধিকারী আরও বলেছিলেন, “রাজ্য দেউলিয়া হয়ে যাবে, রাজ্যের শাসক দলের সবাই জেলে যাবেন”, তার প্রেক্ষিতে অবশ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, “ডিসেম্বরে কয়েকটা বিয়ের তারিখ ছাড়া আর কিছু নেই, আর কারা জেলে যাবে সেটা সকলেই জানে”।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি পুরসভা
Related News