Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

লখিম্পুর কান্ড নিয়ে সৃষ্ট উত্তেজনা, ১২ জন বিরোধী সাংসদ সাসপেন্ড

banner

journalist Name : Atreyo Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয়  জনতা পার্টি দ্বিতীয়বার সরকার গঠন করার পর কেন্দ্রীয় সরকারের শীতকালীন অধিবেশন  চালু হয়েছে। সংসদের অধিবেশন ২০২১এর ১৫ তম দিন অ্যান্টি ডপিং বিল পেশের সম্ভাবনা সংসদে লখিমপুর কাণ্ড নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংসদের দুই কক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে,  গতকাল এর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগ দাবিতে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা।  যার জন্য কেন্দ্রীয় সরকার তাদের বিরোধী দলের ১২জন সাংসদকে সাসপেন্ড করেছেন। এই ঘটনার জন্য সংসদ শুরুর পরেই মুলতুবি করে দেওয়া হয়।  

     লখিমপুর কাণ্ডে  “ক্রিমিনাল” বলে  দোষী সাব্যস্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র তাকে পদত্যাগ করতে হবে, এমন দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গতকাল লখিমপুর কাণ্ডের রিপোর্ট পেশ করেছে কংগ্রেস। পরিকল্পনা করে সেখানে কৃষকদের হত্যা করেছেন, বলে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। এই ঘটনার আঁচ রাজ্যসভাতেও এসে পড়েছে। রাজ্যসভাতে সরব হয়েছিল কংগ্রেস   সাংসদরাবিরোধিরাও। একই দাবিতে এই ঘটনার প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। 


      সাসপেন্ড হওয়া সংসদের সমর্থনে মিছিল নিয়ে বৈঠক করলেন বিরোধী দলগুলি। লখিমপুর কাণ্ডের সংসদের প্রতিটি বৈঠক ও দুটি কক্ষ নিয়ে বিক্ষিপ্ত অশান্তি তৈরি হয়। সংসদের দুটি কক্ষ্ রাজ্যসভা ও লোকসভা মুলতুবি করে দেওয়া হয় ওইদিন। তার জন্যে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেন বিরোধী দলের নেতা – নেত্রীরা।

        সংসদের এই অধিবেশনের বিরোধী দলের যে সাংসদদের নিয়ে বৈঠক করবে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভার ১২ জন সাংসদদের নিয়ে বৈঠক করবে। কেন্দ্র সংসদের বাইরে কেন্দ্রের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার পদত্যাগ করা সাংসদদের ব্যাপারে কি সিদ্ধান্ত  নিল, সে দিকে তাকিয়ে আছে সবাই। এছাড়াও স্পিকার কি নীতি গ্রহণ করলো সেটাও সবাই জানতে চায়। 

এছাড়া বিধানসভা ও লোকসভাতেও এই ঘটনার প্রভাব পড়ছে। সব জায়গায় মানুষ আন্দোলন করছে যার ফলে মানুষ তদের সরকারের উপর ভরসা করতে পারছে না। সে জন্য তারা সরকার পরিবর্তন করতে চাইছে।

 

জনগণ তাই চাইছে সরকার পরিবর্তন করে মানুষকে সাহায্য করবে এবং মানুষের পাশে থাকবে ৩৬৫ দিন। তারপর এই সাংসদদের পদত্যাগ করার ঘটনাটি ভোটের সময় এর অপ্ রেও প্রভাব পড়বে। 

 তাই সারা পৃথিবীর মানুষ পরিবর্তন চাইছে  এবং সরকার তাদের কথা সব সময় ভাববে। সরকার এই কথা গুলো আগামি নির্বাচনের কথা ভেবে সিদ্ধান্ত নেবে। ভারতের কেন্দ্রীয় সরকার এই নীতি গ্রহণ করবে। এছাড়া সারা দেশে যে ভয়ানক পরিবেশ ছিল তাতে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা তেমন লক্ষ্য করা যায় নি বলে দাবি করা হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News