Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আগামী ৫ই ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে। তবে সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছেন না বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভার অধিবেশনে যোগ দিতে দিল্লি এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা অধিবেশনে বক্তব্য পেশ করার পরেই এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, “আমি সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে যোগ দিতে যাচ্ছি না। আগামী বছর জি-২০ সম্মেলন আছে ভারতে, সেই কারণে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন সকল রাজনৈতিক দলের চেয়ারপার্সনরা। আমিও দলের চেয়ারপার্সন হিসাবে যোগ দিতে যাচ্ছি”। উল্লেখ্য, এর আগে যতবারই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন, বারবার শুনতে হয়েছে আঁতাত-র খোঁচা। বাম কংগ্রেসের কটাক্ষের মুখে পড়েছে শাসকদল। তাই আগে থেকেই নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে তিনি আরও জানান, “প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে কিনা সেটা এখনও ঠিক হয়নি”। অন্যদিকে রাজস্থানের আজমের শরীফ এবং পুষ্কর যাবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। তিনি অটল বিহারী বাজপেয়ীর আমলে রেল মন্ত্রী থাকাকালীন ওই জায়গাই রেলের কাজ হয়েছে। সেখানে একবার  যাবেন মুখ্যমন্ত্রী, সেই সাথে রাজস্থানে কিছু তীর্থক্ষেত্রে যেতে পারেন বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, গত বছর জি-২০ সম্মেলনের প্রথম দিকে বেশ কিছু সম্মেলন হবে এ রাজেই, দার্জিলিং এবং শিলিগুড়িতে হবে সম্মেলন। তাই আগে থেকেই সম্মেলনের ছক কোষতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News