কি কি পরিবর্তন আনা হলো ইপিএফে, বাড়লো কি পেনশন!

banner

#Pravati Sangbad Digital Desk:

পিএফ এর এই বড় সুবিধা কিছুতেই হাতছাড়া করা যাবে না। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নিয়মে আসছে বদল। 31 শে ডিসেম্বরের মধ্যে আপনাকে সম্পন্ন করতে হবে এই কাজ। না হলে সুযোগ এবং আফসোস দুটোই করার আর সময় থাকবে না। কর্মী সংগঠনের কোনো সুবিধা পাবে না এই কাজ না করালে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এর পক্ষ থেকে জানানো হয়েছে 31 শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি কর্মীকে তার নিজস্ব ইপিএফ একাউন্ট এর সাথে একজন নমিনি কে সংযুক্ত করতে হবে। এখনো পর্যন্ত দেশের প্রায় সমস্ত বেতনভোগী কর্মীদেরই অ্যাকাউন্ট রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে। কর্মীদের অবসর জীবনের এই ইপিএফ। যার উপর ভিত্তি করে আছে বহু কর্মচারী বর্তমানে। ইপিএফও একাউন্টে কর্মচারী এবং এমপ্লয়ি দুজনেই টাকা জমা করে থাকে। একজন কর্মচারী বেসিক স্যালারি এবং ডিএ 12% ইপিএফ এর খাতে জমা হয়। এটি ইপিএফও অ্যাক্ট অনুযায়ী স্বীকৃত।

এবার দেখে নেয়া যাক কিভাবে করা যেতে পারে এই ইপিএফওর নমিনি সংযুক্তকরণ। বলা হয়েছে সমস্ত প্রক্রিয়াটি কর্মচারীরা অনলাইনে করতে পারবেন। তার জন্য ইন্টারনেট থেকে epfindia.gov.in এ গিয়ে সেখানে সার্ভিস অপশন থেকে ফর এম্প্লয়িস অপশনে যেতে হবে। এরপর member UAN টি যেতে হবে এবং সেখানে নিজের UAN ও পাসওয়ার্ড দিয়ে একাউন্টে যেতে। নিজের অ্যাকাউন্ট থেকে ম্যানেজ ট্যাবে গেলে আলাদা করে e-nomination এর অপশন পাওয়া যাবে। ওখানে ক্লিক করলে প্রোফাইল ডিটেলস বলে অপশন আসবে এবং সেভে ক্লিক করতে হবে। এখানে অ্যাড ফ্যামিলি ডিটেলস এ গিয়ে একজনের বেশি একাউন্ট নমিনিও রাখা যাবে এবং যাবতীয় তথ্য পূরণ করতে হবে। সব শেষ এই সাইটে গিয়ে ওটিপি জেনারেট করতে হবে এবং আধার নাম্বার এর সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসলে ইপিএফও রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তবেই বারং বার বলা হয়েছে এই প্রক্রিয়াটি 31 শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

এদিকে ইপিএফও তে পেনশন বৃদ্ধির দাবি জানানো হচ্ছে বহুদিন ধরে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর বহুদিন ধরে ন্যূনতম পাঁচ হাজার টাকা পেনশন দেওয়ার দাবি জানিয়ে আসছিল। 19 শে ডিসেম্বর শনিবার প্রাক-বাজেট ভার্চুয়াল যে বৈঠক ছিল তাতে অর্থমন্ত্রীর নির্মলা সীতারাম এর কাছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি আবার তুলে ধরে। তবে সেখানে তাদের কথা বলার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি বলে দাবি জানানো হয়েছে। এবং ফির বৈঠকের দাবি জানানো হয়েছে এআইটিইউসির পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রকে ইপিএফ পেনশন এর পাশাপাশি সেইসব পেনশনভোগীদের আয়ুষ্মান প্রকল্পের সুবিধা দেওয়া হয়। গজল এছাড়াও 100 দিনের কাজের প্রকল্পে দিনের সংখ্যা বাড়িয়ে 203 করার কথা বলা হয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News